/indian-express-bangla/media/media_files/2025/06/12/DsD72EFIj88Ls4VuX4MB.png)
ভয়ঙ্কর পরিস্থিতি আত্মা কাঁপিয়ে দেবে...
Tragic Shooting Accident: শ্যুটিং ফ্লোরে মারাত্মক পরিস্থিতি। এমন দৃশ্য চোখে দেখলে বিশ্বাস হবে না। চারিদিকে জলোচ্ছ্বাস। ভেসে যাচ্ছে সবকিছু। শুটিং ইউনিটের কিছু মানুষ শুধু বাঁচার চেষ্টা করছেন। এমন এক দৃশ্য দেখলে চোখের ঘুম উড়বে। কিন্তু এই কান্ড ঘটেছে, নিখিল সিদ্ধার্থর নতুন ছবি, দ্যা ইন্ডিয়া হাউস এর শুটিং ফ্লোরে। এমন কিছু দেখা যাচ্ছে সেখানে, যা শান্তিতে বসতে দেবে না। রামচরণ এই ছবির প্রযোজক। সেই শুটিং ফ্লোরের সবকিছুই জলে ভেসে গেল। কোন জলাশয় এর ধারে তারা শুটিং করছিলেন?
না! ঘটনা ঘটেছে মারাত্মক! জানা যাচ্ছে নিকটবর্তী একটি ট্যাংক বাস্ট করার ফলে, চারিদিক জলমগ্ন হয়ে পড়ে এবং বন্যার মত পরিস্থিতি হয়। শুটিং ব্যাহত তো হয়েছেই তার সঙ্গে সঙ্গে বেশ বড় ক্ষয়ক্ষতি হয়েছে। শুটিং ফ্লোরের সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছে সকলকে। জলের এমন তীব্র গতি, দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত প্রপস এবং নানান ধরনের ইউনিটের সরঞ্জাম। এবং ইউনিটের ক্রু নিজেদের প্রাণ বিপন্ন করে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন। হলেই ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। সেই করতে গিয়েই প্রাণ যায় যায় অবস্থা তাঁদের। বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্থ পর্যন্ত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সহকারী ক্যামেরাম্যান থেকে অনেকেই।
শুটিং ফ্লোর থেকে যা জানা যাচ্ছে, সমুদ্রের পটভূমিতে শুটিং করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। জলের ট্যাংকটি হঠাৎ করেই বাস্ট করে, প্রচন্ড মাত্রায় জল আশেপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। যার ফলে শুটিং ফ্লোরে শুরু হয় অস্বস্তিকর পরিস্থিতি। এবং সেই ভয়ংকর দুর্ঘটনায়, অনেকেই আঘাত পেয়েছেন। জলের মাত্রা দেখলে ভয় লেগে যাবে। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, সেই সময় বহু মানুষ ভেসেও যাচ্ছিলেন জলের তোরের সাথে। অনেকেই ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সামসাবাদ পুলিশ স্টেশনে এই নিয়ে কোনো রকম, অভিযোগ দায়ের করা হয়নি। এবং নিখিল সিদ্ধার্থ সেই সময় ফ্লোরে উপস্থিত ছিলেন কিনা সেই প্রসঙ্গ জানা যায়নি।
এই ছবি প্রযোজক হিসেবে আছেন রামচরণ। এবং ছবি নিয়ে উদ্বিগ্ন অনেকেই। এই ছবিতে হিন্দি চলচ্চিত্রের অন্যতম অভিনেতা, অনুপম খের কেউ দেখা যাবে। কিন্তু যে ঘটনা ঘটেছে, ফ্লোরের তরফে এখনও কিছু জানা যায়নি।