South Suparstar's Father Passed Away: দক্ষিণের সুপারস্টারের জীবনে বড় ঝড়। কাছের মানুষকে হারালেন জনপ্রিয় অভিনেতা। শোকে আচ্ছন্ন তার পরিবার। বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন সুপারস্টার। বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন মানসিকভাবে। আজ সকাল হতেই এসেছে এই খারাপ খবর। অভিনেতার কঠিন সময়ে পাশে থাকার বার্তা আরও সুপারস্টারদের। কী জানা যাচ্ছে?
মাস-হিরো হিসেবেই জনপ্রিয় এই সুপারস্টার। এবং তার ভক্ত সংখ্যা নেহতাই কম নয়। আর এই অভিনেতাই জীবনের কঠিন সময় পার করছেন। তার বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে। প্রসঙ্গে দক্ষিণের অন্যতম সুপারস্টার রবি তেজা। তার বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা। মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিল ৯০ বছর। হায়দ্রাবাদে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। তাঁর বাবা ভূপতিরাজু রাজাগোপাল রাজু ১৫ই জুলাই চলে গিয়েছেন না ফেরার দেশে।
Siddharth-Kiara: সন্তানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থ-কিয়ারা, সকাল হত…
জানা যাচ্ছে বেশ কিছুদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়িতে চিকিৎসাও চলত তার। মেগাস্টার চিরঞ্জীবী তার এই কঠিন সময়ে পাশে থেকেই শোকপ্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন গোটা পরিবারকে। পরিবারের ক্ষেত্রে সবসময় খুব লো-প্রোফাইল মেনে চলেছেন তিনি। কাজের ক্ষেত্রে খুব একটা পরিবারকে সামনে আনেননি তিনি। তবে, বর্তমানে একটু প্রাইভেসি চেয়ে নিয়েছেন।
অভিনেতার বাবা ছিলেন ফার্মাসিস্ট। কিন্তু, ছেলের সাফল্যের পরেও তিনি লাইমলাইট থেকে দূরে ছিলেন। সেভাবে তাঁকে ছেলের সঙ্গে কোনওদিন দেখা যায়নি। তার পরিবারে রয়েছেন দুই ছেলে এবং তার স্ত্রী রাজ্যলক্ষী। এবং কিছু বছর আগে তার আরেক সন্তান ভরত রাজু গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান। প্রসঙ্গে, রবি এখন তার নতুন ছবি নিয়ে বেজায় ব্যাস্ত। আগস্ট মাসে রিলিজ করার কথা সেই ছবির। সুত্রের খবর, কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন তিনি।