Siddharth-Kiara: সকলেই যেন অপেক্ষায় ছিলেন। কবে আসছে ছোট্ট মানুষটা? সকলেই যেন দিন গুনছিলেন। অর গতকাল রাতেই এসেছে সুখবর। নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। খবর দিয়েছিলেন আগেই। আজ সকালে সেই খবরে সিলমোহর দিলেন তারকা সম্পতি।
কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। শেষ কিছুদিন তাঁদের হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। মেট গালার পর, সেভাবে কিয়ারাকে কোথাও দেখা যায়নি। আর গতকাল এল সেই সুখবর। এই দম্পতি ফেব্রুয়ারিতে তাদের গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে, মা এবং শিশু উভয়ই ভাল আছেন। কিয়ারাকে গুরগাঁওয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
Bollywood Actor: ডিমের দোকান দিতে হয়েছিল এই অভিনেতাকে, মুম্বাইয়ে এসেই ধর্মীয় গোঁড়ামির মুখে পড়েন, চেনেন তাঁকে?
আজ সকালেই সিদ্ধার্থ এবং কিয়ারা গোলাপি রঙের একটি গ্রাফিক্সের মাধ্যমে জানিয়েছেন সুখবর। কী লিখছেন নতুন বাবা? আনন্দে আত্মহারা অভিনেতা লিখছেন, "আমাদের জীবন এবং হৃদয় আজ পরিপূর্ণ। আমার চারপাশের পৃথিবীটা আজ পাল্টে গেল। ঈশ্বর আমাদের এক কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমরা অভিভূত।"
২০২৩ সালের ফেব্রুয়ারিতে জয়সলমীরের সূর্যগড় প্যালেসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ এবং কিয়ারা। এই বছরের শুরুতে একটি ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করেছিলেন যে তারা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ছবিতে তাদের একজোড়া শিশুর মোজা ধরে থাকতে দেখা গিয়েছিল, ক্যাপশনে লিখেছিলেন, "আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার... শিগগিরই আসছে'। কয়েকদিন আগেই কিয়ারাকে তার বাবা-মা, জেনেভিয়েভ ও জগদীপ আডবাণী এবং স্বামী সিদ্ধার্থকে নিয়ে একটি ক্লিনিক থেকে বের হতে দেখা যায়।
The Revolutionary: প্রকাশ্যে দ্যা রিভলিউশনারির ফার্স্ট লুক, কঠিন ট্রেনিং এর মধ্যে অভিনেতা রোহিত শরফ..
জানা গিয়েছে, অগস্টে সন্তান হওয়ার কথা ছিল। কিন্তু, কিছু সমস্যার কারণেই কিয়ারা সময়ের একটু আগেই কন্যার জন্ম দেন। গর্ভাবস্থা প্রকাশের পর থেকে, সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়ই বেশিরভাগ স্পটলাইটের বাইরে থেকেছেন। প্রসঙ্গে যখন থেকে খবর এসেছে সকলের মুখে একটাই কথা। আলিয়া, বরুণ এবং সিদ্ধার্থ- ৩ জনেই একে অপরের সঙ্গে দারুণ সম্পর্কিত। তিন জনেই কন্যা সন্তানের বাবা-মা। সেই নিয়েও আলোচনা তুঙ্গে।