Advertisment

শ্রাবন্তীকে তলব বন্যপ্রাণ অপরাধ দমন শাখার, আচমকাই অরণ্য ভবনে অভিনেত্রী

বেজির গলায় শিকল পরিয়ে আইনি বিপাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Srabanti Chatterjee, Srabanti Chatterjee received legal notice, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেজির সঙ্গে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী, bengali news today

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সম্প্রতি বন্যপ্রাণীর গলায় শিকল পরিয়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। যার জেরে অভিনেত্রীকে তলব করা হয়েছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের তরফে। হাজির দেওয়ার আগে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তবে, সংশ্লিষ্ট দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য না গিয়ে সোমবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আচমকাই অরণ্য ভবনে দেখা গেল।

Advertisment

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে শ্রাবন্তীর! সোশ্যাল মিডিয়ায় তাঁর খোলামেলা পোস্ট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, নানাক্ষেত্রেই বারবার কটাক্ষ-সমালোচনার শিকার হতে হয়েছে টলি-নায়িকাকে। আর এবার কিনা এক বেজি ছানার সঙ্গে ছবি পোস্ট করে আইনি বিপাকে পড়লেন তিনি। বন্যপ্রাণ নিয়ন্ত্রণ অপরাধ দমন শাখার তরফে শ্রাবন্তীকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সোমবারই ছিল হাজিরা দেওয়ার সেই তারিখ। তবে অভিনেত্রী প্রথমে সংশ্লিষ্ট দপ্তরে না গিয়ে গেলেন অরণ্য ভবনে। পরে অবশ্য হাজিরা দেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলে, তবে সোমবার অভিনেত্রীর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ফের মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছে।

<আরও পড়ুন: ‘বিরল’ রোগে আক্রান্ত নাসিরুদ্দিন শাহ, কেন ঘুমোতে পারেন না? ফাঁস করলেন নিজেই>

কেন আইনি বিপাকে পড়েছেন টলি নায়িকা? চলতি বছরের জানুয়ারি মাসের কথা। ১৫ জানুয়ারি ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। তাঁর একহাতে সস্নেহে ধরা গলায় বেল্ট বাঁধা ছোট্ট বেজি। সেই বেল্টের সঙ্গে ঝুলছে লম্বা চেন। ছবিতে দেখেই বেশ বোঝা যাচ্ছে যে ওই খুদে বন্যপ্রাণীর শরীরের তুলনায় ভারী চেন দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর শ্রাবন্তীর ওই পোস্ট দেখেই রে-রে করে উঠেছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। যার প্রেক্ষিতে, ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের ভিত্তিতে ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-এর ভিত্তিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিনেত্রী তাঁর পোস্টের ক্যাপশনে যতই লিখুন- “হঠাৎ করেই ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা। পশুপ্রেম..” ইত্যাদি-ইত্যাদি, তবে নেটিজেনদের মন তাতে গলেনি। বরং পাল্টা অভিনেত্রীর উদ্দেশে তাঁরা মন্তব্য ছুঁড়েছেন- “লোকদেখানো পশুপ্রেম।” কেউ বা আবার নায়িকাকে পরামর্শ দিয়ে বলেছেন যে, “এভাবে বণ্যপ্রাণীকে বন্দি করে রাখা অপরাধ।” আবার কারো মন্তব্য, “একজন তারকা হয়ে যদি শ্রাবন্তী এমন কাজ করতে পারেন, তাহলে অনেকেই এটা দেখে প্রভাবিত হবেন। নিরীহ পশুদের বন্দি করে রাখবেন।” অভিনেত্রী যদিও সোশ্যাল মিডিয়ার এই শোরগোল নিয়ে মাথা ঘামাননি। কিংবা মুখে টু শব্দটি করেননি। তবে আইনি নোটিস পেয়েই হাজিরা দিতে অরণ্য ভবনে ছোটেন তিনি। কাল ফের জেরার মুখে পড়তে হবে শ্রাবন্তীকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood kolkata news Srabanti Chatterjee Entertainment News
Advertisment