Advertisment
Presenting Partner
Desktop GIF

জন্মদিনে মমতার শুভেচ্ছা পেয়ে আপ্লুত শ্রাবন্তী, দিদির চিঠি পোস্ট করে বিতর্কে নায়িকা

টলিউড অভিনেত্রীর রাজনৈতিক সমীকরণ নিয়ে বিতর্ক তুঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Srabanti Chatterjee, Mamata Banerjee, Srabanti Chatterjee birthday, Mamata wishes srabanti, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, bengali news today

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা মমতার

সদ্য ৩৪-এ পা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আর সেই প্রেক্ষিতেই টলিউডের প্রথম সারির নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা পেয়ে বেজায় আপ্লুত বিরোধী শিবিরের তারকা সদস্য শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে সেই কথা নিজেই জানিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, এটাই নাকি তাঁর এবারের জন্মদিনের সেরা উপহার। অমনি জল্পনা-বিতর্ক তুঙ্গে। এমনকী বিজেপির তারকা সদস্যের মুখে মমতার প্রশংসা শুনে নেটিজেনরাও নায়িকার সমালোচনা করতে ছাড়েননি।

Advertisment

শ্রাবন্তী কি গেরুয়া শিবির ছেড়ে তাহলে রাজ্যের শাসকদলে যোগ দিতে চলেছেন? সংশ্লিষ্ট পোস্ট ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ আবার অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে বলেছেন, "কে যে কখন কোন দলে বোঝার উপায় নেই! যেদিকে হাওয়া সেদিকে এঁরা। সব সুবিধেবাদী।" তো কেউ বা আবার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান তুলে লিখেছেন, "ভালোই খেলা হচ্ছে।" আবার কারও মন্তব্য, "বিজেপিতে গিয়েছিলেন তো, তবুও দিদি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।"

<আরও পড়ুন: মেয়ে রিয়ার বিয়েতে লাড্ডু বিলি অনিল কাপুরের, পৌঁছলেন সোনম-অর্জুন-খুশিরা>

উল্লেখ্য, একদা রাজ্য সরকারের হয়ে ব্রিগেডের সমাবেশের মঞ্চে দেখা গেলেও একুশের বিধানসভা নির্বাচনের মুখেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছিলেন। কিন্তু শেষমেশ ব্যাপক ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন। আবার ভোটের প্রচারের সময়ও বেহালায় গিয়ে মমতা খোদ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, "কোথা থেকে জুটিয়ে নিয়ে এসেছে।" তবে সেসব এখন অতীত! টলিউডের প্রথম সারির নায়িকা বর্তমানে পুরোদস্তুর কাজে মন দিয়েছেন।

publive-image

গত শুক্রবার ছিল শ্রাবন্তীর জন্মদিন। তাই ভোটের ক্লেশ-দ্বন্দ্ব ভুলে মুখ্যমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শ্রাবন্তীকে। আর মমতার পাঠানো সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee tollywood Srabanti Chatterjee
Advertisment