Advertisment
Presenting Partner
Desktop GIF

Srabanti-Roshan: 'আই কুইট'! শ্রাবন্তীর স্বামী রোশনের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় "I Quit" লিখে কী বোঝাতে চাইলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী?

author-image
IE Bangla Web Desk
New Update
Srabanti Chatterjee, Roshan Singh, Srabanti Chatterjee files divorce against Roshan Singh, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রোশন সিং, আদালতে শ্রাবন্তী, শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ, bengali news today

স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

"আই কুইট" অর্থাৎ বাংলায় যার মানে দাঁড়ায়, "আমি সব ছেড়ে দিলাম"। ইনস্টাগ্রামে ছবি দিয়ে একথাই লিখলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) স্বামী রোশন সিং (Roshan Singh)। বুধবার রাতে তাঁর এমন ইনস্টাগ্রাম পোস্ট দেখে নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে। স্বাভাবিকবশতই প্রশ্ন উঠেছে যে, ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েনে মানসিক পরিস্থিতির জেরেই কি সবকিছু ত্যাগ করার কথা প্রকাশ করেছেন রোশন? নাকি অভিনেত্রীর সঙ্গে পুরনো সম্পর্ক ভুলে জীবনে নতুন করে এগিয়ে যেতে চান?

Advertisment

প্রসঙ্গত, সম্প্রতি ভাঙা সংসার জোড়া লাগাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। তিক্ততা ভুলে ফের অভিনেত্রীর সঙ্গে সংসার পাততে চান তিনি, এই আবেদন জানিয়েই ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ (Restitution of conjugal rights) -এর ভিত্তিতে আদালতে মামলা দায়ের করেছিলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। কিন্তু অভিনেত্রী তো এদিকে নতুন মনের মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁর জন্মদিনে সদ্য হিরের আংটি উপহার দিয়েছেন। আবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে সেই ব্যক্তির জন্মদিন উদযাপনও করেছেন। ঘনিষ্ঠ সূত্রের তরফে এমনটাই খবর মিলেছে। অতঃপর হাবেভাবে অভিনেত্রীর মানসিক অবস্থান স্পষ্ট যে, তিনি আর পুরনো সম্পর্কে ফিরতে চান না। সেই প্রেক্ষিতেই কি এমন 'হাল ছেড়ে দেওয়া' পোস্ট?

<আরও পড়ুন: ‘Nusrat-কে বুদ্ধিমান বলে জানতাম, নিজেকে সংশোধন করে নেবে’, Raj Chakraborty-র মন্তব্যে শোরগোল>

কী বলছেন রোশন সিং? আজ্ঞে না। এই পোস্ট ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়। এই অতিমারী আবহে আসলে জিম বন্ধ। তাই কাজকর্ম-রোজগারও তেমন নেই। একনাগাড়ে এরকম চলতে থাকলে অন্নসংস্থান করা দায় হবে, বলে মত তাঁর। আর তাতেই নাকি বেজায় হতাশ হয়ে পড়েছেন রোশন। তাই এমন পোস্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Roshan Singh Srabanti Chatterjee Srabanti Chatterjee Roshan Singh marriage
Advertisment