Advertisment

Sreelekha Mitra: 'ল' পাশ করেছেন মুখ্যমন্ত্রী, 'উনি তবে এত টাকা দিয়ে উকিল রেখেছেন কেন?' মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শ্রীলেখার

Sreelekha Mitra on CM: ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব তিনি। তাঁর পাশাপাশি রেহাই পেলেন না দলের অন্যান্য সদস্যরা। বিশেষ করে, দেবাংশুকে ডেপো বলে সম্বোধন তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata sreelekha

Mamata-Sreelekha: কী বলছেন শ্রীলেখা?

শ্রীলেখা মিত্র আবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে বসেছেন। তাঁর পাশাপাশি এবার তাঁর নিশানায় অভিষেক বন্দোপাধ্যায় নিজেও। তিনি বড্ড ঠোঁটকাটা - একথাই বেশিরভাগ মানুষ বলেন। কিন্তু তাও থেমে থাকার মানুষ নন তিনি।

Advertisment

শ্রীলেখা কিছুক্ষণ আগেই মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চ থেকে ত্রিপল খুলে নেওয়ার বিষয়ে। কিন্তু, প্রথমদিন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কথার মাধ্যমেই আক্রমণ করেন। শ্রীলেখা প্রথম দিনই প্রশ্ন করেছিলেন, যেখানে মেয়েরা সুরক্ষিত না, সেখানে কীসের কন্যাশ্রী। আর এবার স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের কাছে আন্দোলনে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর কথায় এবারও রেহাই পেলেন না মুখ্যমন্ত্রী। বরং, দেবাংশুকেও শুনতে হল কটাক্ষ। অভিনেত্রী স্বাস্থ্য ভবনের আন্দোলন থেকেই এক সংবাদ মাধ্যমে বলেন.. "হাতজোড় করে বলছি, আপনি সম্মান নিয়ে বলুন যে পদত্যাগ করছি। আমি ব্যর্থ। কী যেন? ওই ছেলেটাও পারবে না। অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর বড় বাড়ি অনেককিছু হতে পারে।" এখানেই থামলেন না তিনি। বরং আগে ঘটে যাওয়া নানা ঘটনার উত্থাপন করলেন। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তথা দেবাংশু যেভাবে মেয়েদের অবজেক্টিফাই করছে, সেই নিয়েও আওয়াজ তুললেন তিনি।

আরও পড়ুন  -   Debleena Dutta: পুলিশের গালে চটি মারার স্লোগান, 'উস্কানি দিচ্ছেন?' দেবলীনা দত্তর কাণ্ডে শোরগোল...

শ্রীলেখার কথায়, "আমি একটা ভিডিও দেখলাম, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি ল পাশ করেছেন। তাহলে এত এত লাখ টাকার বিনিময়ে উকিল রাখার কী দরকার? উনি বলে দিলেই তো হয় গেল। সেই দলের লোকজন তো এরকম কিছু বলবে এটাই স্বাভাবিক। এদের কালচার এমনকি। মেয়েরা যেন রাতে কাজ না করতে পারে, সেটা বলবে। মেয়েরা আফতার মধ্যে বাড়ি চলে আসবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ওরা এসব করেছে। এই যে ভীষণ পাকা ছেলেটি, দেবাংশু, অতি ডেপো। বলছে কিনা, সিরিয়ালে কাজ না পেয়ে বদন বিগড়েছে। এইধরনের ভাষা যারা ব্যবহার করে, তাদের কী বলবে?"

উল্লেখ্য, শ্রীলেখা একা নন, বরং স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সুদীপ্তা চক্রবর্তী সকলেই মুখ খুলেছেন। এবং যেভাবে যে অকপটে তাঁরা বলতে শুরু করেছেন, তাতে অনেকেই বেশ আতঙ্কে। তারকারা যেন সুস্থ থাকেন সেই নিয়েও প্রার্থনা করছেন তাঁরা।

tollywood Sreelekha Mitra mamata Chief Minister Mamata tollywood news Tollywood Actress CM Mamata banerjee
Advertisment