টলিপাড়ার অনেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, তাঁরা নিজেদের বক্তব্যের সঙ্গে ক্রমশই সাধারণ মানুষের হয়েও আওয়াজ চড়িয়েছেন। খেয়াল করলে দেখা যাবে, যে থ্রেট কালচার সর্বত্রই রয়েছে। সেই নিয়েও আওয়াজ উঠছে।
গতকাল তারকাদের অনেকেই একদিনের অনশনে বসেছিল। আজ সকাল ১১টা অবধি তারা শুধুই জল খাবেন, এমনটাই জানা গিয়েছিল। আর গতকাল যে মুখ্যমন্ত্রী ফোন করে অনশন প্রত্যাহারের কথা বলেন, একথাও অনেকেই জানেন। তিনি, অনশন প্রার্থীদের উদ্দেশ্যে বলেন...
"আলোচনায় বোসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। ৩-৪ মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।" আর এরপরই শ্রীলেখা এই নিয়ে কটাক্ষ করেন। যদিও, তিনি প্রথম থেকেই নানা বিষয়ে সরব।
আরও পড়ুন - Tollywood Celebs on Hunger Strike: জুনিয়র ডাক্তারদের পাশে ১ দিনের অনশনে তারকারা, অনুভূতি কেমন?
শাসকদলকে কটাক্ষ করতে, তিনি কখনোই পিছপা হন না। প্রথম দিন থেকেই তিনি যে ধরনের মন্তব্য করে চলেছেন, তাতে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই তাঁকে নিয়ে কুৎসার শেষ নেই। কিন্তু, সত্যি কথা বলতে তিনি কখনোই থেমে থাকেন না। তাই, গতকাল মুখ্যমন্ত্রী ফোন করে অনুরোধ জানিয়েছেন শুনেই তিনি সমাজ মাধ্যমে লিখছেন...
Pishir phone eyeche shunlaam,ki adbhut uni daabigulo ki jaanteni na,mean seriously!!!!
Posted by Sreelekha Mitra on Saturday, October 19, 2024
"শুনলাম পিসির নাকি ফোন এসেছে। কী অদ্ভুত, তিনি নাকি আসল এবং ন্যায্য দাবিগুলো জানতেনই না। মানে সত্যিই?" এদিকে, আজ সকাল থেকেই তাঁর মন ভাল নেই। চারিপাশে যা অস্বস্তিকর পরিস্থিতি, তাঁর পরে মন ভাল থাকার জো নেই। আজও অধরা বিচার। অভিনেত্রী সেই নিয়েও জানিয়েছেন। পুজোর সময় তিনি উৎসব ছেড়ে আন্দোলনের উৎসবে যোগ দিয়েছিলেন।
উল্লেখ্য, তিনি এও জানিয়েছিলেন, প্রথম থেকেই নিজের ঠোঁটকাটা মন্তব্যের জেরে তাঁকে অনেক কথা শুনতে হয়েছে। এমনকি তাঁর কেরিয়ার শেষ করার চেষ্টা হয়েছে অনেকবার। কিন্তু, তাতে তিনি থামার নয়। বরং, নানাভাবে তিনি আন্দোলনে ভাগ নিয়েছেন।