Sreelekha Mitra on Prosenjit Chatterjee: বাঙালি মানুষের বাংলা শুনে এত লজ্জা? মায়া নগরীর বুকে বাংলায় প্রশ্ন করা হয়েছে বলে, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে উত্তর দিয়েছেন, তারপর থেকে অনেকেই রেগে আগুন। বাংলার মানুষ যিনি বাংলা ছবি থেকে জনপ্রিয়তা পেয়েছেন, সেই ক্ষেত্রে বাংলায় প্রশ্ন শুনে এভাবে উত্তর দেবেন, আশা করেননি আপামর বাঙালি। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় প্রশ্ন শুনে, তাচ্ছিল্যের হাসি হাসলেন, এখানে পাশে বসে থাকা বাঙালি মেয়ের জামাই রাজকুমার, সকলকেই বুঝিয়ে দিলেন, বাংলা ভাষা দারুণ বোঝেন তিনি।
এরপর থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে নিয়ে যা নয় তাই শুরু হয়েছে। যে মানুষটি দীর্ঘ এত বছর বাংলার বুকে, কাজ করেছেন। যার পরিচিতি বাংলা ছবি থেকে সেই মানুষটিকে এহেন উত্তর দিতে দেখে বাঙালি রেগে আগুন। শ্রীলেখা মিত্র নিজেও এই প্রসঙ্গে গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলেন। এবং আজ যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হল.. সোজাসুজি অভিনেত্রী বললেন...
Jaadu Actor-Koi Mil Gaya: হৃতিকের 'কয়ী মিল গয়া'র জাদু, কস্টিউমের আড়…
"কেমন যেন কথাটা বলার পর একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। উনার থেকে এটা নেওয়া যায় না। কারণ, উনি স্টেজে বাংলাকে রিপ্রেজেন্ট করছেন। সাংবাদিকের অধিকার কাছে, তাঁকে নিজের মাতৃভাষায় প্রশ্ন করার। পারলে, আপনি সেটাকে ট্রান্সলেট করে দাও। যেটা রাজকুমার রাও করলেন। উনি, বাংলার একটা সুপারস্টার, সেখানে উনি হিন্দিতে কাজ করছেন, এখন পরপর উনাকে হিন্দি কন্টেন্টে কাজ করতে দেখা যাচ্ছে। বাংলাকে উনি জাতীয় স্তরে নিয়ে যাচ্ছেন, সেখানে উনি এই কাজটা করলেন, এটা তো ভালভাবে নেওয়ার না। এটা ভালভাবে নেওয়া সম্ভব না এবং উচিত না।"
Ramayana: 'রাজা রাম' রণবীর সেটে আসতেই কী করতেন..? সাফ জানিয়ে দিলেন…
এরপরই তিনি বলেন, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা। বাংলার এমন এক মানুষ, যিনি নিজে একসময় বাংলা ছবির পাশে দাঁড়াতে বলেছিলেন, আজ নিজের মাতৃভাষা নিয়ে এই হাসি হাসছেন? শ্রীলেখা বলছেন, "এরাই তো, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলেছিল। কেউ জিজ্ঞেস করছেন বাংলায়, তাই তাচ্ছিল্যের হাসি হাসছ। এটা কিন্তু, ওনার একার না। আমাদের মধ্যেও একটা কলোনিয়াল হ্যাজার্ড আছে। আমাদের মত সাধারণ মানুষদের মধ্যে আছে, যে ইংরেজিতে কথা না বলতে পারলে, সে অশিক্ষিত হয়ে গেল। এটা এত বাজে ফালতু ধারণা। মাতৃভাষা তো বাংলা। পৃথিবীর কিছু কিছু দেশে কিন্তু ইংরেজি নিয়ে মাথাব্যথা নেই। তাঁদেরকে কথা বলে বোঝাতে গেলে তোমাকে ভেঙেচুরে বোঝাতে হবে। আমাদের দেশেই আছে এসব।"
তিনি আরও বলেন, "আমি জানি না উনি বুঝে করেছেন নাকি না বুঝে, বাংলা ভাষাটাকে যে কদর করতে পারি না আমরা, সারা পৃথিবীতে যার সমাদর, এটা কিন্তু চোখে লাগার মতো। উনার মত, একজনের কাছ থেকে এটা আশা করা যায়নি।"