Sreelekha Mitra: 'এই রাজ্যে মা দুর্গা মেয়েদের নিয়ে আসবেন কী করে?' পুজোর আবহেই সমাজের বিকট চিত্র দেখালেন শ্রীলেখা

Sreelekha Mitra-Durga Puja: অভিনেত্রীদের মধ্যে অনেকেই এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। যাদের মধ্যে, শ্রীলেখা মিত্র অন্যতম। আর এখন, পুজোর আবহেই এমন কিছু দেখালেন, যাতে গা শিউরে উঠবে।

Sreelekha Mitra-Durga Puja: অভিনেত্রীদের মধ্যে অনেকেই এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। যাদের মধ্যে, শ্রীলেখা মিত্র অন্যতম। আর এখন, পুজোর আবহেই এমন কিছু দেখালেন, যাতে গা শিউরে উঠবে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sreelekha mitra durga puja

Sreelekha-Durga Puja: কী বলছেন শ্রীলেখা?

অঝোরে কাঁদছে একটা মেয়ে। আর তাঁর সামনে দিয়ে যাচ্ছে দুটো গাড়ি। একটা লড়িতে মা দুর্গা বাপের বাড়ি আসছেন, আর তাঁর ঠিক পাশ দিয়েই একটি শববাহী গাড়ি চলেছে। এই রাজ্যের পরিস্থিতির নিদারুণ এক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওতে। 

Advertisment

আরজি করের ঘটনার পর থেকেও রাজ্যে যৌন হেনস্থা কিংনা নিগ্রহের ঘটনা কমছে না। বরং, শেষ কিছুদিনে জয়নগরের বছর দশেক মেয়েটি,  এবং বছর ১৬ এর নিউটাউনের মেয়েটি যে অত্যাচারের শিকার হয়েছে তাতে করে উৎসব যেন উৎশবে পরিণত হয়েছে এমনটাই বলা যায়। এত আন্দোলন, এত জোরালো আওয়াজ, তাও অন্যায় কমছে না। 

অভিনেত্রীদের মধ্যে অনেকেই এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। যাদের মধ্যে, শ্রীলেখা মিত্র অন্যতম। তিনি স্বঘোষিত বাম সমর্থক। তাঁকে সবকিছুতেই প্রতিবাদ করতে দেখা যায়, এবং সেকারণেই তিনি নানা প্রশ্নের পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন নানা ঘটনায়। তিনি এবারও সেই হৃদয়ে মোচড় দেওয়া ভিডিও শেয়ার করেছেন। 

কী বলছেন তিনি? 

Advertisment

আরও পড়ুন  -  Taslima Nasrin: বাংলাদেশ সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে, মুসলিম পরিবারে জন্মেও দিল্লিতে দুর্গাপুজোর উদ্বোধনে তসলিমা নাসরিন

যেখানে, এক মা বাপের বাড়ি আসছেন, সেখানে রাজ্যের সাধারণ মেয়েরা সুরক্ষিত নয়। তাহলে মা কি আসতে হোঁচট খাচ্ছেন না? অভিনেত্রী, সমাজ মাধ্যমে প্রশ্ন তুলে লিখছেন.. "মা দুর্গা আসতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন নাতো? ভাবছেন নাতোএবার পশ্চিমবাঙ্গলায় আসবেন কিনা,....যে রাজ্যে লক্ষী সরস্বতীর কোনো নিরাপত্তা নেই সেখানে মা তার মেয়েদের নিয়ে আসবেন কি করে?" 

উল্লেখ্য তাঁকে সমর্থন করেছেন অনেকেই। কেউ বলছেন, "এবারের পুজোয় সত্যিই কোনও আনন্দ নেই"। আবার কেউ বলছেন, "এটা দেখার পর দীর্ঘনিঃশ্বাস ফেললাম।" কেউ বলছেন, "জানি না মা কী ভাবছেন, কিন্তু রাস্তায় লোক দেখলে সেটা মনে হবে না। কারণ, সবাই আনন্দে রয়েছেন। জাস্টিস হবে না জানতাম।"  

Durgapuja Sreelekha Mitra tollywood Sreelekha Mitra FB Post tollywood news RG Kar Case Tollywood Actress