/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/paresh-1.jpg)
পরেশ রাওয়ালকে তোপ শ্রীলেখার
মাছ-ভাত নিয়ে বাঙালিকে চরম অপমান! বিজেপির সভায় ‘সীমা’ ছাড়ানোর অভিযোগ উঠেছে পরেশ রাওয়ালের বিরুদ্ধে। এবার সেই প্রেক্ষিতেই বলিউডের প্রবীণ অভিনেতাকে রসিকতার ছলে মোক্ষম জবাব দিলেন শ্রীলেখা মিত্র।
প্রসঙ্গত, পরেশ রাওয়াল গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন দীর্ঘদিন আগেই। এবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যেখানে গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এবং অভিযোগের তীর বিজেপির দিকে, সেখানে পরেশ রাওয়াল খোঁচা দিয়েছেন বাঙালিদের। গুজরাতে বিজেপির প্রচারসভায় এসে পরেশ রাওয়াল যা বললেন তাতে রাজনৈতিক মহলের অন্দরে বিতর্কের ঝড়। উদ্বাস্তু সমস্যা, এনআরসি প্রসঙ্গে কথা পারতেই অভিনেতার প্রশ্ন, "গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন, বাঙালিদের জন্য মাছ ভাজবেন?", এমন কথার পরই জনরোষের মুখে পরতে হয় পরেশ রাওয়ালকে।
তবে ক্ষমা চেয়েও রেহাই পাননি অভিনেতা। পরেশ বলেন, "মাছ নিয়ে আলাদা করে বলা অবশ্যই ঠিক হয়নি। গুজরাতের মানুষও মাছ খান। আমি শুধু বেআইনিভাবে উড়ে এসে জুড়ে বসা রোহিঙ্গা, উদ্বাস্তুদের কথা বুঝিয়েছি। কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। ক্ষমা চাইছি।” কিন্তু এরপরও বাঙালিরা সূচাগ্র মেদিনী ছেড়ে কথা বলেনি।
এবার ময়দানে নামলেন শ্রীলেখা মিত্র। বরবারই স্পষ্টভাষী তিনি। সপাট কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার! রাজনৈতিক ইস্যুতেও প্রায়শই মুখ খুলতে দেখা যায় তাঁকে। এবার গুজরাতে বিজেপির সভায় গিয়ে পরেশ রাওয়াল বাঙালিদের মাছ খাওয়া নিয়ে যেভাবে খোঁচা দিলেন, সেপ্রসঙ্গে পাল্টা তাঁকেও কটাক্ষ করতে পিছপা হলেন না টলিউড অভিনেত্রী।
Gas cylinder will become cheaper again, inflation will go up & down but what if Rohingyas start living next to you? Gujarat people can tolerate inflation but not this ... Way they deliver verbal abuses. A person among them needs to wear diaper on his mouth: Paresh Rawal in Valsad pic.twitter.com/25iruyNhSa
— DeshGujarat (@DeshGujarat) November 29, 2022
<আরও পড়ুন: ‘বাঙালিরা এভাবে বিশ্বকাপ দাপাচ্ছে ..’, খোঁচা বিবেক অগ্নিহোত্রীর, রেগে আগুন নেটদুনিয়া>
ব্যঙ্গ করেই পরেশ রাওয়ালকে 'পারসে মাছ' বলে তোপ দাগলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী বলেন, "পারসে, সরি পরেশ রাওয়াল আবার কি হেরা ফেরি করল?"
উল্লেখ্য, বিজেপির সভায় এদিন পরেশ রাওয়াল বলেন, “গ্যাসের সিলিন্ডারের দাম এখন বাড়লেও পরে কমে যাবে। তবে চিন্তা একটা থেকেই যাচ্ছে। যেটা কিনা দেশের স্বার্থে আরও মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। মুদ্রাস্ফীতি মানুষ সহ্য করতে পারবে। কিন্তু পাশের বাড়িতে যদি উদ্বাস্তু বাংলাদেশি কিংবা রোহিঙ্গারা ঘাঁটি গেড়ে থাকেন, তখন গ্যাসের সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?” ব্যস, এমন মন্তব্যের পরই শোরগোল নেটদুনিয়ায়।