Sreelekha Mitra: যতদিন না বিচার পাচ্ছেন 'এই' থাকবে, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলেখা
Sreelekha Mitra RGKar News: মেয়েদের হয়ে লড়াই করছেন তারা। শ্রীলেখা পথে নামছেন শুরুর দিন থেকেই। তাঁর পাশপাশি মালায়ালম ইন্ডাস্ট্রির কারণেই নানা ঘটনা ঘটে গিয়েছে। সব মিলিয়ে বেশ আতঙ্কে অভিনেত্রী।
Sreelekha Mitra RGKar News: মেয়েদের হয়ে লড়াই করছেন তারা। শ্রীলেখা পথে নামছেন শুরুর দিন থেকেই। তাঁর পাশপাশি মালায়ালম ইন্ডাস্ট্রির কারণেই নানা ঘটনা ঘটে গিয়েছে। সব মিলিয়ে বেশ আতঙ্কে অভিনেত্রী।
জাস্টিস না পাওয়া পর্যন্ত কী করতে চলেছেন অভিনেত্রী?
Advertisment
Sreelekha Mitra On RG Kar: অভিনেত্রী শ্রীলেখা মিত্র কি তবে নিজের দেওয়া কথা নিজেই ভাঙলেন? গতকাল তিনি লিখেছিলেন সমাজ মাধ্যম থেকে ছুটি নিচ্ছেন তিনি। এসব আর ভাল লাগছে না তাঁর। চারপাশের পরিস্থিতিতে তিনি ক্লান্ত, ঠিক এমনটাই লিখেছিলেন।
কিন্তু, আজ সকাল হতেই সমাজ মাধ্যমে ফের পোস্ট করলেন তিনি। যতদিন না জাস্টিস পাচ্ছেন, ততদিন তিনি কী করতে চলেছেন, সেকথা সাফ জানিয়ে দিলেন প্রকাশ্যে। আর জি করের জুনিয়র ডাক্তারের মৃত্যুতে সবার আগে তিনি রাস্তায় নেমেছিলেন। শুধু তাই নয়, এও বলেছিলেন যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সেখানে কন্যাশ্রী মানায় না। নানা সময় নানা প্রশ্ন তিনি করেছেন, কিন্তু উত্তর পাননি।
তাঁর মধ্যেই শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য ঝড় তুলেছে মালায়ালম ইন্ডাস্ট্রির বুকে। পরিচালক রনজিৎ নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পাশাপাশি আরও কেলেঙ্কারি সব তথ্য উঠে আসছে হেমা কমিটির রিপোর্ট অনুযায়ী। কিন্তু, শ্রীলেখা দূরে সরার পাত্রী নয়। তাই তো, তিনি আজও নিজের বক্তব্য বজায় রাখলেন।
কিছুদিন আগেই গিয়েছে রাখীর উৎসব। একে অপরকে রক্ষা করার এই বন্ধন শুধুই ভাই বোনের মধ্যে আর সীমাবদ্ধ নেই। বরং, মেয়েরাও নিজেরা নিজেদের হয়ে লড়াই করছেন। শ্রীলেখা ঠিক তেমনই কিছু বললেন। হাতে আজও বাঁধা রাখি। সেই ভিডিও শেয়ার করেই তিনি বলেন...
"যতদিন না জাস্টিস পাচ্ছি, ততদিন পর্যন্ত হাতে এটা বাঁধা থাকবে।" সঙ্গে জুড়লেন হ্যাশট্যাগ। সারা রাজ্যের বেশিরভাগ মানুষের বক্তব্য এখন একটাই, জাস্টিস। মেয়েদের সঙ্গে হওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে সবসময় পথে নামছেন তাঁরা। দুদিন আগে নবান্ন অভিযানে যা চোখে পড়েছে, তাতে অনেকেই চমকে উঠেছেন। কিন্তু, লড়াই থামালে চলবে না। বরং, এবার পুজোর আগেই বিচার চাইছেন তাঁরা।