সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ব্যক্তিগত জীবনে কখন কী হচ্ছে, তার সবটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। সে রাজনৈতিক বিষয় হোক কিংবা ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়ে, সব ইস্যুতেই মুখর অভিনেত্রী। অনুরাগীরাও তাঁর পোস্ট নিয়ে সর্বদা মেতে থাকেন। এবার নিজের স্বপ্নবিভ্রাটের কথা বললেন শ্রীলখা। কীরকম?
Advertisment
শ্রীলেখা মিত্র ফেসবুকে লিখলেন তাঁর স্বপ্নের কথা। যা নিয়ে রীতিমতো হতবাক তাঁর অনুরাগীরাও। নায়িকা লিখেছেন, "মানুষ তাঁদের পছন্দের হিরো-হিরোইন দের স্বপ্ন দেখে। কাল সারা রাত আমি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলাম। তাও কী দেখলাম, উনি আমায় ভরতনাট্যম শেখাচ্ছেন। ফ্রয়েডিয়ান থিওরিতে এক ব্যাখ্যা কি হতে পারে? কারও কোনও আইডিয়া রয়েছে?" অভিনেত্রীর এমন পোস্ট দেখেই হতবাক নেটিজেনরা।
প্রসঙ্গত, শ্রীলেখা বামপন্থী মনোভাবাপন্ন। একুশের বিধানসভা নির্বাচনের সময় সিপিএমের হয়ে প্রচার করেছিলেন কলকাতা তথা শহরতলীর বিভিন্ন জায়গায়। নন্দীগ্রামে গিয়েও প্রচার সেরেছেন। অন্যদিকে, তারকাদের হুড়মুড়িয়ে রাজনৈতিক দলে নাম লেখানোর বিষয়টি নিয়েও বিদ্রুপ করেছিলেন। স্পষ্টবক্তা হিসেবে অনুরাগীদের কাছে বরাবারই প্রিয় অভিনেত্রী। তবে বেঁফাস মন্তব্য করে বিতর্কেরও জড়িয়েছেন।
উল্লেখ্য, মাসখানেক আগেই আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা অভিনীত 'ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা' প্রদর্শিত হয়। যেখানে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই খবরও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। এককথায়, অনুরাগীদের কাছে যে শ্রীলেখার সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ জনপ্রিয়, তা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন