Kanchan-Sreemoyee Anniversary: বিয়ের প্রথম জন্মদিনে ফুল-বেলুনে সুসজ্জিত খাট, শ্রীময়ী বললেন 'নতুন করে আরও একবার...'

Kanchan Mullick and Sreemoyee Chattoraj: রেজেস্ট্রি ম্যারেজের প্রথম বর্ষপূর্তিতে খুশির জোয়ারে গা ভাসিয়েছিলেন শ্রীময়ী-কাঞ্চন। কেক কেটে উদযাপনে মেতেছিলেন দুজনে। ফুল-বেলুনে সুসজ্জিত কাস্টোমাইজড খাট প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
sdvsdf

নতুন করে আরও একবার...

Kanchan-Sreemoyee 1st wedding Anniversary:১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসে সই বিয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মেতেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। উজ্জ্বল লাল বর্ণের লং গাউনে গ্ল্যামারস শ্রীময়ী। কেক কেটে বন্ধুদের সঙ্গে একেবারে ফূর্তির প্রাণ গড়ের মাঠ। সই বিয়ের প্রথম বছর উদযাপনে আদরে-সোহাগে মাখামাখি তারকা দম্পতি।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চন ঘরণী শ্রীময়ী। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো চারিদিক। তার মাঝেই বিয়ের প্রথম বছর উদযাপনে খোলা আকাশের নীচে ঠোঁটে ঠোঁট রেখে যেন এক মায়াবী সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় উদযাপনের আরও অনেক ছবি শেয়ার করেছেন। সেখানে ফুল দিয়ে সাজানো খাট। আর তার সামনে গোলাপের পাপড়ি দিয়ে আঁকা হৃদয়ের চিহ্ন। সই বিয়ের প্রথম জন্মদিনে ফুল দিয়ে খাট কেন সাজানো হয়েছিল? রেজেস্ট্রি বিয়ের প্রথম জন্মদিনে আরও একবার 'ফার্স্ট নাইট'-এর নস্ট্যালজিয়ায় ভেসে যাওয়া?

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রীময়ীর সঙ্গে। তিনি বলেন, 'আমাদের বিয়ের একবছর পূরণ হল। সেই সঙ্গে কৃষভিও এসেছে। তাই নতুনভাবে আমাদের খাট সজ্জিত হল। আগেরবার শুধু ফুল দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু, এবার শুধু ফুল নয়, সেই সঙ্গে বেলুন দিয়ে কাস্টোমাইজড করে খাটটা সাজানো হয়েছে। নতুন করে আরও একবার স্মৃতিচারণা হল।'

সই বিয়ের প্রথম বর্ষপূর্তিতে এত আনন্দ-আয়োজন। কিন্তু, তাঁদের রাজকন্যা কৃষভি কোথায়? শ্রীময়ী বলেন, 'ও এখন অনেকটাই ছোট। তাই ওকে নিয়ে আসিনি। আমাদের অনুষ্ঠানটের আয়োজন হয়েছিল খোলা ছাদে। তাই বাড়িতেই ওর সঙ্গে কেক কেটেছি। একটা নতুন জামা পরিয়েছি।' প্রথম বিবাহবার্ষিকীতে প্রথমবার প্রিয় মানুষটার থেকে একটা দারুণ উপহার পেয়েছেন। যা তাঁর মনে রীতিমতো দাগ কেটে গিয়েছে। সেটা হল কাঞ্চনের হাতে লেখা প্রেমপত্র। 

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেছিলেন, 'প্রথম বিবাহবার্ষিকীতে কাঞ্চনের থেকে অনেক উপহার পেয়েছি। টেডি বিয়ার, চকোলেট, সোনার পেনডেন্ট দিয়েছে। শুধু আমার জন্য নয়, মেয়ের জন্যও গিফট এনেছে। তবে আমার যে গিফটটা সবচেয়ে ভাল লেগেছে সেটা হল জীবনে প্রথমবার নিজের হাতে আমাকে  চিঠি লিখে দিয়েছে। আমি আগে লিখেছিলাম। কিন্তু, ও কখনও লেখেনি। এটা সত্যিই আমার কাছে ভীষণ স্পেশাল।'