Sreemoyee Chattoraj Reacts On Social Media Comment: অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক প্রকাশ্যে আসার পর তারকা দম্পতির দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। অসমবয়সী প্রেমের জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধনা করা হয়েছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আজ সুখী দাম্পত্যের নজির গড়েছেন শ্রীময়ী-কাঞ্চন। তারকা দম্পতির সুখী গৃহকোণের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। রূপোলি দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়াটাই যেন তাঁদের বিভ্রান্তির কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করলেই শুনতে হচ্ছে কটূক্তি। আপত্তিকর মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কিন্তু, আর এসব সহ্য করবেন না শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় রাগে ফুঁসে উঠলেন অভিনেত্রী।
একটি ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীময়ী। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের উদ্ধত্য আচরণ করার সাহস না পায় সেই জন্য এবার আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাম উল্লেখ করে তাঁদের একহাত নিয়েছেন কাঞ্চন ঘরণী। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য করছেন তাঁদের অনেকের প্রোফাইল আবার বন্ধ করা। এই বিষয়টায় আরও রেগে গিয়েছেন শ্রীময়ী। নিজের পরিচয়টুকু দিতে যাঁরা ভয় পায় তাঁদের এই ধরনের আচরণ অত্যন্ত নক্কারজনক বলে মনে করেন। সাহস থাকলে তাঁদের মুখোমুখি হয়ে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন শ্রীময়ী।
ভিডিওবার্তায় তাঁর স্পষ্ট বক্তব্য, 'আমাদের প্রোফাইলটা পাবলিক আর অফুরন্ত নেটওয়ার্ক আছে বলে যা খুশি লিখব তাও আবার তার প্রাইভেট প্রোফাইলে ঢুকে এটা একেবারেই কাম্য নয়। আপনাদের মত মানুষগুলোর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত। যখন ভাল কিছু করতে পারেন না তখন মানুষের খারাপ কিছু করার অধিকারও আপনার নেই। এই ধরনের কাগুলো নিজের বাড়ির লোকের সঙ্গে করুন। সন্তানদের শিক্ষা দিন, তারাও আপনার মতোই মানুষ হবে।'
আরও যোগ করেছেন, 'সর্বক্ষেত্রেই দেখছি কিছু মহিলারই এই নোংরামি করছেন। যাদের নিজস্ব কোন self identity নেই সামনে এসে কথা বলার সাহস নেই পেছনে বসে এই নোংরামি না করে ভাল কিছু করুন। নিজেকে সময় দিন কে কী করল তাঁর সংসারে কান না পেতে হাঁড়ির খবর না নিয়ে নিজেকে একটু আপগ্রেটেড করুন।'
আরও পড়ুন - Women Centric web Series: নারীকেন্দ্রিক এই সিরিজগুলো ঠিক কোন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে? দেখুন তো আপনি জানেন কিনা?
শ্রীময়ীকে যাঁরা খোঁচা মেরেছেন তাঁদের উদ্দেশে সুর চড়িয়ে আরও বলেছেন, তাঁরা তো যমেরও অরুচি। বাড়িতে কোনও কাজ নেই বলেই এই ধরনের অকাজগুলো করার সময় পাচ্ছেন। লাস্ট বাস্ট নট ইন লিস্ট, তাঁরা যখন এতই রুচিশীল তাহলে কেন তাঁর প্রোফাইল তাঁরা দেখেন? শ্রীময়ী কাঞ্চনকে তাঁর ছেলের থেকে আলাদা করেছেন বলেও কটাক্ষ করা হয়েছে। এই মন্তব্যে রাগের পারদ আরও চড়েছে। অপরের বিষয়ে সবটুকু না জেনে এই ধরনের মন্তব্য করা বেআইনি বলে দাবি করেন শ্রীময়ী। আর ঠিক এই কারণেই এবার আইনি ব্যবস্থা নেবেন।
Sreemoyee Chattoraj: পরিচয় গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় 'নোংরা' মন্তব্য, আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শ্রীময়ীর
Sreemoyee Chattoraj Reacts: সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্ট করলেই ধেয়ে আসছে কটাক্ষ। ধৈর্য্যের বাঁধ ভেঙেছে শ্রীময়ীর। ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়ে কী বললেন কাঞ্চন পত্নী?
Sreemoyee Chattoraj Reacts: সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্ট করলেই ধেয়ে আসছে কটাক্ষ। ধৈর্য্যের বাঁধ ভেঙেছে শ্রীময়ীর। ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়ে কী বললেন কাঞ্চন পত্নী?
সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শ্রীময়ী
Sreemoyee Chattoraj Reacts On Social Media Comment: অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক প্রকাশ্যে আসার পর তারকা দম্পতির দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। অসমবয়সী প্রেমের জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধনা করা হয়েছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আজ সুখী দাম্পত্যের নজির গড়েছেন শ্রীময়ী-কাঞ্চন। তারকা দম্পতির সুখী গৃহকোণের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। রূপোলি দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়াটাই যেন তাঁদের বিভ্রান্তির কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করলেই শুনতে হচ্ছে কটূক্তি। আপত্তিকর মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কিন্তু, আর এসব সহ্য করবেন না শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় রাগে ফুঁসে উঠলেন অভিনেত্রী।
একটি ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীময়ী। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের উদ্ধত্য আচরণ করার সাহস না পায় সেই জন্য এবার আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাম উল্লেখ করে তাঁদের একহাত নিয়েছেন কাঞ্চন ঘরণী। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য করছেন তাঁদের অনেকের প্রোফাইল আবার বন্ধ করা। এই বিষয়টায় আরও রেগে গিয়েছেন শ্রীময়ী। নিজের পরিচয়টুকু দিতে যাঁরা ভয় পায় তাঁদের এই ধরনের আচরণ অত্যন্ত নক্কারজনক বলে মনে করেন। সাহস থাকলে তাঁদের মুখোমুখি হয়ে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন শ্রীময়ী।
ভিডিওবার্তায় তাঁর স্পষ্ট বক্তব্য, 'আমাদের প্রোফাইলটা পাবলিক আর অফুরন্ত নেটওয়ার্ক আছে বলে যা খুশি লিখব তাও আবার তার প্রাইভেট প্রোফাইলে ঢুকে এটা একেবারেই কাম্য নয়। আপনাদের মত মানুষগুলোর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত। যখন ভাল কিছু করতে পারেন না তখন মানুষের খারাপ কিছু করার অধিকারও আপনার নেই। এই ধরনের কাগুলো নিজের বাড়ির লোকের সঙ্গে করুন। সন্তানদের শিক্ষা দিন, তারাও আপনার মতোই মানুষ হবে।'
আরও যোগ করেছেন, 'সর্বক্ষেত্রেই দেখছি কিছু মহিলারই এই নোংরামি করছেন। যাদের নিজস্ব কোন self identity নেই সামনে এসে কথা বলার সাহস নেই পেছনে বসে এই নোংরামি না করে ভাল কিছু করুন। নিজেকে সময় দিন কে কী করল তাঁর সংসারে কান না পেতে হাঁড়ির খবর না নিয়ে নিজেকে একটু আপগ্রেটেড করুন।'
আরও পড়ুন - Women Centric web Series: নারীকেন্দ্রিক এই সিরিজগুলো ঠিক কোন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে? দেখুন তো আপনি জানেন কিনা?
শ্রীময়ীকে যাঁরা খোঁচা মেরেছেন তাঁদের উদ্দেশে সুর চড়িয়ে আরও বলেছেন, তাঁরা তো যমেরও অরুচি। বাড়িতে কোনও কাজ নেই বলেই এই ধরনের অকাজগুলো করার সময় পাচ্ছেন। লাস্ট বাস্ট নট ইন লিস্ট, তাঁরা যখন এতই রুচিশীল তাহলে কেন তাঁর প্রোফাইল তাঁরা দেখেন? শ্রীময়ী কাঞ্চনকে তাঁর ছেলের থেকে আলাদা করেছেন বলেও কটাক্ষ করা হয়েছে। এই মন্তব্যে রাগের পারদ আরও চড়েছে। অপরের বিষয়ে সবটুকু না জেনে এই ধরনের মন্তব্য করা বেআইনি বলে দাবি করেন শ্রীময়ী। আর ঠিক এই কারণেই এবার আইনি ব্যবস্থা নেবেন।