Kanchan Mullick Summer Dish: প্রচণ্ড গরমে একেবারে হাসফাঁস অবস্থা। এই সমস্ত পাস্তা-পিৎজা বা বিরিয়ানির থেকে পাতলা মাছের ঝোল, আম ডাল আমবাঙালির প্রিয় খাবার। অনেকের তো আবার পছন্দ গন্ধরাজ লেবু-পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। মাটিতে হাঁড়ু মুড়ে বসে পাত পেরে এই খাবারগুলো কিন্তু, শুধু সাধারণ মানুষই খায়, এমনটা নয়। গ্রীষ্মের দুপুরে রূপোলি দুনিয়ার তারকাদের ঘরের চিত্রটাও কিন্তু একইরকম। এগুলো তাঁদেরও প্রিয় পদ। টলিপাড়ার 'পাওয়ার কাপল' কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের অন্দরমহলে ধরা পড়ল সেই ছবি। শ্বশুর-জামাই পাশাপাশি বসে পান্তা খাচ্ছেন। আর সেই মুহূর্তকটাকে ক্যামেরাবন্দি করছেন তারকা পত্নী শ্রীময়ী চট্টরাজ। তাঁর বাবা পান্তা থেকে একদম পছন্দ করেন না, কিন্তু এই পদটি কাঞ্চন মল্লিকের প্রিয়। ভিডিও সে কথা নিজেই জানিয়েছেন শ্রীময়ী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। জীবনের ছোটছোট খুশি-আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। সেইরকমই এক গ্রীষ্মের দুপুরে পারিবারিক ভিডিও শেয়ার করলেন। শ্রীময়ীকে সঙ্গ দিয়েছেন তাঁর জীবনসঙ্গী কাঞ্চন মল্লিক। দুপুরবেলা পান্তার সঙ্গে পাতে আর কী কী পদ রয়েছে সেটাও দেখালেন অভিনেতা। পান্তা ভাতের সঙ্গে কাঁচা পোস্ত বাটা, ছাঁচি পেঁয়াজ, ডালের বড়া, শুকনো লঙ্কা দিয়ে আলুভাজা। দোসর কাঞ্চনের স্পেশাল রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে বানানো টক জল। লেবুর রস ভাতে মাখানোর পর খোসাটা জলে ভিজিয়ে রাখেন। সেটা দিয়ে আবার ভাতটা মাখিয়ে খান অভিনেতা কাঞ্চন মল্লিক। উল্লেখ্য, এই সিক্রেট ফাঁস করেছেন খোদ শ্রীময়ী-ই।
গরমে এই খারাপ পরম তৃপ্তি দেয় কাঞ্চনকে। তাই তিনি সকলকে গরমে 'কুল' থাকতে পান্তা খাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে শ্রীময়ীর বাবা কোনওদিন পান্তা খাননি। কিন্তু, আজ পান্তা খেয়ে বললেন, 'সলিড'। শ্বশুর-জামাইয়ের 'পান্তা টাইম'-এর পর নিজের জন্য সাজানো থালাটিও দেখালেন শ্রীময়ী। সেখানেও রয়েছে এই একই আইটেম। মল্লিকবাড়ির অন্দরমহলে পান্তা ভাতের আসর যে জমজমাট তা বলাইবাহুল্য। 'আমরা বাবা ভেতো বাঙালি,এই বেশ ভালো আছি' এই ক্যাপশনেই ফ্যামিলি টাইমের সুন্দর মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।