Advertisment
Presenting Partner
Desktop GIF

ধুতি পাঞ্জাবি পরে কাঞ্চন, লাল শাড়িতে শ্রীময়ী, ছবি ভাইরাল হতেই বিয়ের কথা!

সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sreemoyee Chattoraj, Kanchan Mullick, Kanchan-Sreemoyee, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ, কাঞ্চন-শ্রীময়ী, bengali news today

কাঞ্চন-শ্রীময়ী

৬মে, শুক্রবার ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। আর সেই প্রেক্ষিতেই অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। অভিনেত্রীর পরনে লাল শাড়ি। আর কাঞ্চন ধুতি-পাঞ্জাবীতে। শ্রীময়ী-কাঞ্চনের এমন ছবি ভাইরাল হতেও সময় নেয়নি! ব্যস, অমনি ফের এক বছর আগের গুঞ্জন মাথা চাড়া দিল। অনেকেই প্রশ্ন তুললেন- 'তাহলে কি কাঞ্চন-শ্রীময়ী এবার বিয়েটা সেরেই ফেললেন?'

Advertisment

১ বছর আগের কথা। ২০২১ সালের জুন মাস নাগাদ কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক নিয়ে বেজায় শোরগোল হয়েছিল। এমনকী, থানা-পুলিশ অবধি গড়িয়েছে সেই বিষয়। তবে মধ্যস্থতা করতে হাত তুলে দিয়েছিল আর্টিস্ট ফোরাম। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি দাবি করেছিলেন, "শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক রয়েছে অভিনেতার।" যে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমালোচনা-বিতর্কও থিতিয়েছে। তবে এবার দুই তারকার ছবি একসঙ্গে দেখে ফের সেই জল্পনা উসকে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

<আরও পড়ুন: ‘তুই হৃতিকের মতো হ্যান্ডসাম না, তাই অ্যাক্টিং ঠিক করে করিস’, কটাক্ষ শুনতে হয়েছিল রণবীরকেও>

দুই তারকার সাজ দেখে তাঁদের ধারণা- গোপনে হয়তো বিয়েটা সেরেই ফেলেছেন এবার তাঁরা! এপ্রসঙ্গে শ্রীময়ীর জবাব, কাঞ্চনের জন্মদিন উপলক্ষেই তিনি একটি জমকালো ছবি শেয়ার করেছেন। যদিও ছবিটা পুরনো। তবে বিয়ের গুঞ্জনের কথা শুনে হেসে গড়িয়ে যান অভিনেত্রী। তাঁর কথায়, 'ডিভোর্স না হলে বিয়ে কীভাবে সম্ভব? এরপর হয়তো সন্তান হওয়ার খবরও ওদের কাছ থেকেই পাওয়া যাবে!'

প্রসঙ্গত, কাঞ্চন এই মুহূর্তে বর্ধমানে রয়েছেন ওয়েব সিরিজের শুটিংয়ে। শনিবার রাতে ফেরার কথা। তিনি ফিরলে হয়তো জন্মদিনের খাওয়া-দাওয়া হতে পারে। আর জন্মদিন উপলক্ষে কাঞ্চনকে কী দিলেন শ্রীময়ী? অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও কেক পাঠিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood sreemoyee chattoraj Kanchan Mullick Entertainment News
Advertisment