Advertisment
Presenting Partner
Desktop GIF

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আসছে 'শ্রীময়ী'-র বিশেষ পর্ব

রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রীময়ী-র বিশেষ পর্ব তৈরি হবে কীভাবে? কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। নিজেদের বাড়িতে থেকেই শুট হবে নতুন পর্বের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীময়ী-র একটি দৃশ্যে ইন্দ্রাণী হালদার।

করোনার প্রভাবে আপাতত স্তব্ধ রাজ্য সহ গোটা দেশ। জরুরী পরিষেবা ব্যতীত বন্ধ মানুষ জমায়েত করতে পারে এমন সমস্ত দোকানপাট, অফিস, আলাদতে তালা। স্বাভাবিকভাবেই বন্ধ সিনেমা হল থেকে শুরু করে শুটিং। বাধ্য হয়েই নির্মাতাদের পুরনো এপিসোড দেখাতে হচ্ছে চ্যানেলে। এ সবকিছুর মধ্যেই রবীন্দ্রজয়ন্তীতে নতুন পর্ব আনছে 'শ্রীময়ী'।

Advertisment

লকডাউনের প্রভাবে বন্ধ রবীন্দ্র জন্মজয়ন্তীর সবরকম বিশেষ অনুষ্ঠান। তবে বাঙালি দর্শককে তা থেকে বঞ্চিত করতে মন চাইছে না কারও। সে কারণেই এই ব্যবস্থা। রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রীময়ী-র বিশেষ পর্ব তৈরি হবে কীভাবে? কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। নিজেদের বাড়িতে থেকেই শুট হবে নতুন পর্বের।

আরও পড়ুন, নুসরত বনাম বিজেপি আইটি সেল, অমিত মালব্যকে টুইটে কটাক্ষ সাংসদের

বাড়িতে নিজেরাই শুটিং করতে সম্মতি জানিয়েছেন শিল্পীরা। চিত্রনাট্য থেকে ক্যামেরার অ্যাঙ্গেল সমস্তাই বলে দেওয়া হয়েছিল। সেই মতো শুট করে পাঠিয়ে দিয়েছেন তাঁরা। এভাবেই করোনায় বন্দি মানুষ নতুন কিছু দেখতে পাবে। খুব তাড়াতাড়িই আসতে চলেছে এপিসোডের প্রোমো।

তবে সম্প্রতি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ফিল্ম অ্যান্ড টেলিভিশন) ঠিক করেছে পরবর্তীতে আংশিক লকডাউন উঠলে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ থাকবে। এই মর্মে একটি খসড়া তারা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন ঠিকই কিন্তু সরকার, চিকিৎসক ও ইম্পার অন্য সংগঠনের অনুমোদনের পরই তা নিয়ম হিসাবে কাজ করবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indrani Haldar sreemyoee
Advertisment