Advertisment

অবশেষে খোঁজ মিলল সৃজিতের তোপসের

কথা রেখেছেন পরিচালক। অবশেষে খোঁজ মিলল 'ফেলুদা ফেরত' সিরিজের তোপসের। টোটা রায়চৌধুরির সঙ্গ দিতে দেখা যাবে কল্পন মিত্রকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কল্পন মিত্রকে দেখা যাবে সৃজিতের সিরিজে তোপসে চরিত্রে। ফোটো- ফেসবুক

সৃজিত মুখোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন, তাঁর ওয়েব সিরিজে তোপসের চরিত্রে নতুন মুখকেই নেবেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছিলেন, ”এবার তোপসের খোঁজ শুরু করব। নতুন মুখকেই দেখতে পাবেন দর্শক।” কথা রেখেছেন পরিচালক। অবশেষে খোঁজ মিলল 'ফেলুদা ফেরত' সিরিজের তোপসের। টোটা রায়চৌধুরির সঙ্গ দিতে দেখা যাবে কল্পন মিত্রকে।

Advertisment

আড্ডা টাইমসের প্রযোজনায় ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’- গল্প দুটি নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ফেলুদা ফেরত। এই সিরিজে ফেলুদা চরিত্রে দেখা যাবে টৌটা রায় চৌধুরীকে এবং জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। তবে খোঁজ চলছিল তোপসে ও মগনলাল মেঘরাজের। কে হবেন ফেলুদা? অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত- এই তিনজনের কথাই মাথায় ছিল সৃজিতের। তবে তোপসে-র ভূমিকায় তিনি বরাবরই নতুন মুখ চেয়েছিলেন। সেই মতো তোপসে খোঁজার কাজও শুরু হয়েছিল।

আরও পড়ুন, যশ রাজ ফিল্মস-এর রয়্যালটি বাবদ আয়ের খতিয়ান জানতে চাইল মুম্বই পুলিশ

এদিন আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরা বললেন, ''কল্পন খুব ভাল অডিশন দিয়েছে। মূলত বিজ্ঞাপন ও থিয়েটারের কাজ দেখেই ওকে অডিশনের জন্য ডাকা হয়।'' এদিন টুইট করে তোপসের স্কেচ ও কল্পনের ছবি পোস্ট করেছেন সৃজিত।

আরও পড়ুন, টোটার চেহারা সঙ্গে ফেলুদার স্কেচের অনেক মিল রয়েছে: সৃজিত

বাংলা ওয়েব সিরিজে এটাই সৃজিতের প্রথম কাজ। তবে আড্ডা টাইমসের এটা দ্বিতীয় ফেলুদা সিরিজ। এর আগে ফেলুদাকে নিয়ে যে সিরিজটি নির্মিত হয়, সেখানে ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। তোপসের চরিত্রে ছিলেন ঋদ্ধি সেন। ডিসেম্বর থেকে শুরু হবে সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদা ফেরত' সিরিজের শুটিং।

Srijit Mukherji Feluda web series
Advertisment