/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/REKKA.jpg)
প্রকাশ্যে সৃজিত মুখোপাধ্যায়ের নয়া ওয়েব সিরিজ REKKA থুড়ি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র টিজার
রেস্তরাঁর আড়ালে রহস্য! একের পর এক খুন। কঙ্কাল উদ্ধার। সত্যিটা জানলে পিলে চমকে যাবে। এমন আভাস দিয়েই গল্পের সূত্রপাত। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নয়া ওয়েব সিরিজ REKKA থুড়ি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র কাস্টিং প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহল শুরু হয়েছিল। একফ্রেমে অঞ্জন দত্ত, রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড় অভিনেতারা। আর বৃহস্পতিবার সেই সিরিজের টিজার প্রকাশ্যে আসতেই কৌতূহেলর পারদ আরও চড়ল।
বাংলাদেশের লেখক মহম্মদ নাজিম উদ্দিনের খ্যাতনামা উপন্যাস নিয়ে টলিউড পরিচালকের ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় অনেকেই কৌতূহলী হয়ে উঠেছিলেন। মুখুজ্জ্যেমশাইয়ের হাতে এই ওয়েব সিরিজের ট্রিটমেন্টই বা কী করে হবে?… সেই প্রশ্নও উঁকি দিয়েছিল সৃজিত-অনুরাগীদের মনে। এবার অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল প্রথম ঝলক। যেখানে রাহুল বোসকে (Rahul Bose) দেখা গেল ‘নিরুপম চন্দা’র চরিত্রে। পেশায় একজন গোয়েন্দা। যিনি এই অখ্যাত রেস্তোরাঁ সম্পর্কিত মামলায় নিখোঁজ ব্যক্তির বিষয়ে তদন্ত করবেন।
<আরও পড়ুন: প্রকাশ্যেই একে অপরের সঙ্গে ‘সহমত’ হওয়ার কথা জানালেন যশ-নুসরত!>
অনির্বাণ ভট্টচার্যের (Anirban Bhattacharya) লুকেও চমক। একগাল দাঁড়ি-গোঁফ, পরনে কুর্তা-কামিজ, পায়ে চপ্পল, গায়ে চড়ানো জ্যাকেট। তাঁর চরিত্রের নাম আতর আলি। 'একেনবাবু' খ্যাত অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) অভিনয় করেছেন তপন শিকদার নামে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। অঞ্জন দত্তের (Anjan Dutt) চরিত্রের নাম খরাজ খাসনবীশ। আর রেস্তরাঁয় রহস্যময়ী মালকিন মুসকান জুবেরীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমত হেভিওয়েট নেতাদের ভিড়, দ্বিতীয়ত রহস্য-রোমাঞ্চে ভরপুর গল্প, সৃজিতের REKKA নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। হইচই-এর পর্দায় মুক্তি পাবে আগামী ১৩ আগস্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন