Advertisment

Srijit Mukherjee on Jisshu-Parambrata: যীশু না পরম, সৃজিতের পছন্দের মানুষ কে? সোজা সাপটা জানালেন পরিচালক...

Srijit On Favouritism: সৃজিত যখন মঞ্চে এসেছেন তখন বাংলা ছবির দুই তারকা যীশু এবং পরমকে নিয়ে কথা হবে না, তা নিশ্চই হয় না। আর পরিচালক নিজেই জবাব দিলেন, কে তাঁর পছন্দের এবং টপ কল।

author-image
Anurupa Chakraborty
New Update
parambrata-srijit, jisshu

কে তাঁর পছন্দের এবং টপ কল, সাফ বললেন সৃজিত? Photograph: (Instagram)

Srijit Mukherji on Jisshu-Param: গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয়, SCREEN এর বিশেষ অনুষ্ঠান। সেখানেই নিজেদের ছবি সত্যি বলে সত্যি কিছু নেই এর প্রমোশন করতে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানেই যখন সৃজিত মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল দুই সেরা তারকার মধ্যে কাকে বেছে নেবেন তিনি?

Advertisment

সৃজিত যখন মঞ্চে এসেছেন তখন বাংলা ছবির দুই তারকা যীশু এবং পরমকে নিয়ে কথা হবে না, তা নিশ্চই হয় না। আর পরিচালক নিজেই জবাব দিলেন, কে তাঁর পছন্দের এবং টপ কল। দুজনের সঙ্গেই সমান কাজ করেছেন তিনি। যীশু সেনগুপ্তকে ( Jisshu Sengupta ) দশম অবতারে দেখা গিয়েছিল তাঁর সঙ্গে। আর বর্তমানে পরমের সঙ্গে কাজ করছেন তিনি। সত্যি বলে সত্যিই কিছু নেই ছবিতে পরম একদম ভিন্ন চরিত্রে। 

সৃজিতের ২২ শে শ্রাবণের প্রিকুয়াল ছিল দশম অবতার। ২২ শে শ্রাবণে ছিলেন পরমব্রত ( Parambrata Chatterjee )। আর সেই জায়গায় দশম অবতারে দেখে গিয়েছিল, যীশু সেনগুপ্তকে। এবং, যীশু বর্তমানে টলিপাড়ার টক অফ দ্যা টাউন। দেবের খাদান ছবিতে যীশু মোহন দাসের ভূমিকায় যে পারফর্মেন্স দিয়েছেন,  তিনি না থাকলে এই ছবিও অসম্পূর্ণ হয়ে যেত। দেব ( Dev ) যীশু একসঙ্গে এই ছবিটিকে টেনে নিয়ে গিয়েছেন। যীশু প্রমাণ করেছেন, যে তিনি কেন দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সবথেকে বড় ভিলেন।

আরও পড়ুন  -  Srijit Mukherjee: সন্তানকে ফেলে কেন দেবের ছবির প্রমোশন কাঁধে নিয়েছিলেন সৃজিত? খোলসা করলেন SCREEN এর মঞ্চে ...

Advertisment

যীশু এবং পরমব্রত দুজনের মধ্যে সৃজিতের পছন্দের অভিনেতা কে? এই উত্তরে পরিচালক বলেন, "আমার কাছে যীশুর থেকে বেশি অভিনেতা হিসেবে পরম এগিয়ে। কারণ, যীশু কিছু রোলের জন্য ঠিক আছে, তবে পরম সব চরিত্রে মানানসই। তাই, অভিনেতা হিসেবে আমার কাছে টপ কল পরমব্রত।" উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় একবার জানিয়েছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছেন নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে, সেটি নাকি ঋতুপর্ণ ঘোষের করার কথা ছিল। তারপর পরমের নাকি তারিখ পাওয়া যাচ্ছিল না।

প্রসঙ্গে, যে ছবিগুলো রিলিজ হচ্ছে তাঁর মধ্যে সৃজিতের এই ছবির থেকেও আলোচনায় আছে, বিনোদিনী। রুক্মিণী মৈত্র নটি বিনোদিনী হিসেবে পর্দায় ফিরছেন। বাংলার থিয়েটার এবং নাট্য মঞ্চের এমন এক 'ফানকার' এর জীবনের নানা গল্প উঠে আসবে এই ছবিতে, যা অনেকের অজানা।

jisshu sengupta Srijit Mukherji Parambrata Chatterjee
Advertisment