Advertisment
Presenting Partner
Desktop GIF

সৃজিতের 'গুমনামি বাবা' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রসেনজিৎ জানান, ''এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যেন স্বপ্ন সত্যি হতে চলেছে।" তবে ছবি নিয়ে পরিচালকের কোনও সাড়া এখনও পাওয়া যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
prsenjit srijit

আবারও দর্শক পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটিকে।

এই প্রথমবার নয়, সৃজিতের পরিচালক জীবনের শুরু থেকেই সঙ্গে রয়েছেন টলিউডের 'ইন্ডাষ্ট্রি'। সৃজিতের 'অটোগ্রাফ', 'বাইশে শ্রাবণ', 'জাতিস্মর', 'জুলফিকর' ও কাকাবাবু সিরিজে বারবার ফিরেছেন প্রসেনজিৎ। আবারও দর্শক পেতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটিকে। কাকাবাবুর চমক তো রয়েইছে, তার সঙ্গে যোগ হল নতুন ছবি 'গুমনামি বাবা'। সদ্য প্রকাশ্যে এসেছে এই খবর।

Advertisment

কলকাতার প্রযোজনা সংস্থা এসভিএফের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। কিন্তু কে এই বাবা? যিনি আবার কিনা গুমনামি। তিনি সম্ভবত নেতাজি সুভাষ চন্দ্র বোস। সুভাষ বোসের অন্তর্ধান রহস্যকেই ঘনীভূত করবে এই ছবি। সবে প্রকাশ্যে এসেছে ছবির ভাবনা।

'গুমনামি বাবা'র মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, "এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যেন স্বপ্ন সত্যি হতে চলেছে।" তবে ছবি নিয়ে পরিচালকের কোনও সাড়া এখনও পাওয়া যায়নি, যদিও ছবির ঘোষনা করে নিজে টুইট করেছেন তিনি।

আরও পড়ুন, সহকর্মীদের আবদারে বিধ্বস্ত প্রযোজক দেব!

সামনেই পূজোয় মুক্তি পাবে সৃজিতের ছবি 'এক যে ছিল রাজা'। যার প্রধান ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। ছবির টিজার ইতিমধ্যে আলোড়ন ফেলেছে দর্শক মহলে। ভাওয়াল সন্ন্যাসী কোর্ট কেস নিয়ে তৈরি এই ছবি। আর এদিকে প্রসেজিৎ চট্টোপাধ্যায়ের ঝুলিতে মুক্তির অপেক্ষায় 'কিশোর কুমার জুনিয়র'। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি কিশোর কণ্ঠী গৌতম ঘোষের জীবনী। আর এই মূহুর্তে টলিউডের ইন্ডাষ্ট্রি এখন ব্যস্ত 'কে হবে বাংলার কোটিপতি' শোয়ের সঞ্চালনায়।

prosenjit chatterjee Srijit Mukherji
Advertisment