পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায় বহু দর্শকেরই প্রশংসাধন্য। তাঁর গুণমুগ্ধদের স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে পরিচালকের পরবর্তী ছবি 'এক যে ছিল রাজা' নিয়ে। আগেই মুক্তি পেয়েছিল ছবির মোশন পোস্টার, এবারে প্রকাশ্যে এল ‘এক যে ছিল রাজা’ র টিজার। ভাওয়াল সন্ন্যাসী মামলার ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি।
Advertisment
সৃজিত মুখোপাধ্যায়ের এ ছবির খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছিল সব মহলে। কারণ, উত্তম কুমারের ‘সন্ন্যাসী রাজা’ও ছিল ভাওয়াল সন্ন্যাসীর মামলা নিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটেছে ছবির টিজার মুক্তির পর। দুটো ছবি যে আলাদা তা বারবার বলেছেন পরিচালক। ভাওয়াল সন্ন্যাসী মামলার সময়ে দেশের অবস্থা কী ছিল আর কী হতে পারত, তা নিয়েই এই ছবি তৈরি করেছেন সৃজিত।
উমা মুক্তির পরই শুরু হয়ে গিয়েছিল এই ছবির শুটিং। আবার এক যে ছিল রাজা ছবির কাজ চলাকালীনই কলকাতার এক পাঁচতারা হোটেলে চলছে পরবর্তী ছবি 'শাহজাহান রিজেন্সি'র শুট।
এক যে ছিল রাজা-র টিজারে রাজা মহেন্দ্রকুমারের মুখ দেখা যায়নি। শোনা গিয়েছে তাঁর সংলাপ। গলার স্বর শুনে আন্দাজ করা গিয়েছে আইনজীবীর ভূমিকায় থাকছেন অঞ্জন দত্ত। জানা গিয়েছে আর একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা সেন। ছবিতে রাজকুমার হচ্ছেন যিশু সেনগুপ্ত, এবং তাঁর স্ত্রীর ভূমিকায় থাকছেন রাজনন্দিনী পাল। যিশুর বোন হচ্ছেন জয়া আহসান। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী। এবছর পুজোয় মুক্তি পাবে এক যে ছিল রাজা।