কলকাতার প্রযোজনা সংস্থা এসভিএফের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। কিন্তু কে এই বাবা? যিনি আবার কিনা গুমনামী। তিনি কি নেতাজি সুভাষচন্দ্র বোস? সুভাষ বোসের অন্তর্ধান রহস্যকেই ঘনীভূত করবে এই ছবি।
১৯৭০ সাল নাগাদ উত্তরপ্রদেশে আর্বিভাব ঘটে গুমনামী বাবার। অনেকে বলতে শুরু করেন, এই বাবা আসলে নেতাজী সুভাষচন্দ্র বোস। তাঁর সঙ্গে নেতাজীর আদলের মিল পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বলেন, আজাদ হিন্দ ফৌজের কিছু চিঠিপত্রও পাওয়া গিয়েছে তাঁর কাছে। এই রহস্যে মোড়া গুমনামী বাবাকেই পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। আর নেতাজীর জন্মদিনেই প্রকাশ্যে এল ছবির পোস্টার।
‘গুমনামী বাবা’-র চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি আগেই জানিয়েছিলেন, "এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যেন স্বপ্ন সত্যি হতে চলেছে।" তিনি আরও জানিয়েছিলেন, একটি প্রতিবেদন পড়ে গুমনামী বাবা নিয়ে ছবি তৈরির কথা ভেবেছিলেন সৃজিত।
আরও পড়ুন, মিমিকে কঠিনতম কাজ দিয়ে চ্যালেঞ্জের মুখে অরিন্দম শীল
এই প্রথমবার নয়, সৃজিতের পরিচালক জীবনের শুরু থেকেই সঙ্গে রয়েছেন টলিউডের ‘ইন্ডাষ্ট্রি’। সৃজিতের ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘জাতিস্মর’, ‘জুলফিকর’ ও কাকাবাবু সিরিজে বারবার ফিরেছেন প্রসেনজিৎ। আবারও দর্শক পেতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটিকে। প্রস্তুতি শুরু হল তারই।