Shabaash Mithu: শাহরুখ খানের 'রইস' খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়া বাদ! পরিবর্তে, মিতালি রাজের বায়োপিকের ব্যাটন এবার ধরলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বিদ্যা বালনকে নিয়ে বলিউড ছবি তিনি আগেও পরিচালনা করেছেন। তবে নেটফ্লিক্সের 'রে' সিরিজের পর মুখুজ্জ্যে মশাইয়ের বিমান যে আরও উর্দ্ধমুখী হল, তাতে কোনও সন্দেহ নেই। এবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করবেন অনুরাগ কাশ্যপের প্রিয়পাত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)।
প্রসঙ্গত, বছর দুয়েক আগেই ২০১৯ সালে মহিলাদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে (Mithali Raj Biopic) নিয়ে বায়োপিক করার কথা ঘোষণা হয়েছিল। সেই সময়ই ঠিক হয়েছিল যে মিতালির ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু। পরিচালকের আসনে থাকছেন রাহুল ঢোলাকিয়া। সেইমতোই চিত্রনাট্য, রেকি- প্রি প্রোডাকশনের কাজ সব শেষ। তাপসীও কষিয়ে হোমওয়ার্ক শুরু করেছিলেন। কিন্তু মাঝখান থেকে বাদ সাধে করোনা ভাইরাস। অতিমারীর কোপেই শ্যুটিং পিছিয়ে যায়। কিন্তু সম্প্রতি রাহুল ঢোলাকিয়াই সেই ছবি থেকে বাদ পড়ে যায়। পরিবর্তে পরিচালনার দায়িত্ব এসে পড়ে সৃজিতের কাঁধে।
<আরও পড়ুন: “বুদ্ধের ছবি দাও, কিন্তু কোরান বা হাদিস পোস্ট করতে পারো না?”, ধর্ম নিয়ে নুসরতকে কটাক্ষ>
উচ্ছ্বসিত সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, "ক্রিকেটপ্রেমী হিসেবে মিতালির জীবনকাহিনি সবসময়েই আমার কাছে অনুপ্রেরণামূলক। যখন এই ছবি ঘোষণা হয়েছিল, তখন থেকে বেশ উচ্ছ্বসিত ছিলাম। আর এখন আমি-ই এই ছবির অংশ। এই কাহিনীকে রুপোলি পর্দায় নিয়ে আসার জন্য উদগ্রীব হয়ে রয়েছি।"
কিন্তু কেন এই প্রজেক্ট থেকে বাদ পড়লেন রাহুল ঢোলাকিয়া? এপ্রসঙ্গে নির্মাতাদের তরফে অজিত আন্ধারে জানিয়েছেন, "অতিমারীর জন্য শ্যুটিংয়ের শিডিউল পরিবর্তন করতে হয়েছে। ফলস্বরূপ 'সাব্বাশ মিঠু' (Shabaash Mithu) পরিচালনার দায়িত্ব থেকে রাহুল ঢোলাকিয়া সরে গেলেন। খুবই দুর্ভাগ্যজনক যে এতদিনযাবৎ এই সিনেমা নিয়ে রাহুলের সঙ্গে কথোপোকথন হওয়ার পর ওঁকে সরে যেতে হচ্ছে। তবে এই সিনেমার নেপথ্যে ওঁর অবদানের জন্য ওঁকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এই ছবির পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। যিনি 'রে' সিরিজের সময় আমাদের সঙ্গে কাজ করেছেন। সেই সময়েই আমাদের সঙ্গে ওঁর নিবিড় যোগাযোগ গড়ে ওঠে। এবং তখনই ক্রিকেট নিয়ে সিনেমা তৈরির কথা হয়। অবশেষে মিতালি রাজের বায়োপিক দিয়ে সেই ইচ্ছেপূরণ।"