Koushani-Ankush-Parambrata : পরমব্রতর সঙ্গে রোম্যান্সের মাঝেই অঙ্কুশের সঙ্গে..., কিলবিলে কৌশানীর প্রেমিক কে?

Killbill Society Cemeos: হেমলক সোসাইটির মতো কিলবিল সোসাইটিতেও তারকার চাঁদের হাট। পরমব্রতর সঙ্গে রোম্যান্সের মাঝেই অঙ্কুশের সঙ্গে কৌসানীর লাভিডাভি মুহূর্ত। সৃজিতের নতুন সোসাইটিতে আর কোন নতুন চমক? দেখুন ছবি।

Killbill Society Cemeos: হেমলক সোসাইটির মতো কিলবিল সোসাইটিতেও তারকার চাঁদের হাট। পরমব্রতর সঙ্গে রোম্যান্সের মাঝেই অঙ্কুশের সঙ্গে কৌসানীর লাভিডাভি মুহূর্ত। সৃজিতের নতুন সোসাইটিতে আর কোন নতুন চমক? দেখুন ছবি।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
কৌশানীর প্রেমিক কে?

কৌশানীর প্রেমিক কে?

Srijit Mukherji Killbill Society: কাউন্টডাউন শুরু। আগামী ১১ এপ্রিল বিগ স্ক্রিনে সৃজিত মুখোপাধ্যায়ের বিরাট ধামাকার অপেক্ষায় আপামর বাঙালি দর্শক। সৌজন্যে হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটি। ২০১২ সালে সৃজিতের হেমলক সোসাইটি বক্স অফিসে তেহেলকা সৃষ্টি করেছিল। দ্বিতীয় পর্বেও যে দর্শকের জন্য নতুন চমক অপেক্ষা করছে তাঁর কয়কে ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে। পরমব্রত চট্টোপাধ্যায় আর কৌশানী চক্রবর্তীর ডেবিউ জুটি জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত সিনেপ্রেমী।

Advertisment

টাইমমেশিনে ভর করে যদি ১৩ বছর আগে একটু ফিরে যাওয়া যায়, মনে পড়ে যাবে হেমলক সোসাইটির ক্যামিও চরিত্রগুলো চিত্রনাট্যকে কতটা মজবুত করেছিল। এবারেরও সেই ধারাই বজায় রাখলেন টলিউডের 'ফার্স্ট বয়' সৃজিত মুখোপাধ্যায়। কিলবিল সোসাইটিতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন অঙ্কুশ হাজরা। পরমব্রতর সঙ্গে কৌশানীর মাখমাখ প্রেমের কিছু মুহূর্ত ধরা পড়েছে 'ভালবেসে বাসো না' গানে। অনিন্দ্যের সঙ্গে কৌশানীর সম্পর্কের একটা সমীকরণ রয়েছে সেটাও এই গানে বেশ খানিকটা স্পষ্ট।

Advertisment

তবে গানের দৃশ্যায়ন থেকে অনুমান অনিন্দ্য সম্ভবত কৌশানীর 'প্রাক্তন'। এর মাঝেই কাহানি মে টুইস্ট। অঙ্কুশের সঙ্গে আদুরে মুহূর্তে কৌশানী! সৃজিতের সোসাইটিতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন অঙ্গনা রায়, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, সোমক ঘোষ ও নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। হেমলক সোসাইটির মতো কিলবিল সোসাইটিতেও 'তারকার মেলা' ঠিক গুরুত্বপূর্ণ তা দেখতে ১১ এপ্রিল পর্যন্ত একটু ধৈর্য্য তো ধরতেই হবে।

প্রসঙ্গত, ২০১২-এ মুক্তিপ্রাপ্ত হেমলক সোসাইটিতে অতিথি শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন, বরুণ চন্দ থেকে সোহাগ সেন, ব্রাত্য বসু, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার ও সব্যসাচী চক্রবর্তী। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে কিলবিল সোসাইটির ট্রেলার। পরমব্রত-কৌশানীর সঙ্গে অতিথি শিল্পীদের অবস্থানের কয়েক ঝলক ট্রেলারে দেখা যাবে বলে আশাবাদী সৃজিত ভক্তরা। 

Srijit Mukherji Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Ankush Hazra Parambrata Chatterjee Koushani Mukherjee Bengali Film Industry