Killbill Society First Look: ২০১২ সালের ২২ জুন। সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'হেমলক সোসাইটি।' দীর্ঘ ১৩ বছর পর নতুন রূপে ফিরছে আনন্দ কর। পয়লা বৈশাখে বাঙালি দর্শকের জন্য সৃজিতের উপহার 'কিলবিল সোসাইটি।' তবে আনন্দ করের চরিত্রে পরমব্রতর লুকে রয়েছে চমক। মাথা মুড়িয়ে চোখে চশমা পরে এ তো এক অন্য পরমব্রত চট্টোপাধ্যায়!' ছবি মুক্তির আগে প্রকাশ্যে সিনেমার চরিত্রদের প্রথম ঝলক।
যে আনন্দ তাঁর সংস্থার সদস্যদের আত্মহত্যা থেকে জীবনের মূল স্রোতে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত 'কিলবিল সোসাইটি'-তে নিজের অবস্থান বদলেছে আনন্দ। ফার্স্ট লুকেই আরও ক্ষুরধার চশমার আড়ালে দুচোখে যেন তীক্ষ্ন চাহনি। ' মরবে মরো ছড়িয়ো না' থেকে এই ছবির বার্তা 'মরতে চাইলে বাঁচতে হবে!' উল্লেখ্য, পরমব্রতর মাথা কামানো লুক প্রস্থেটিক মেক-আপের সাহায্যে নয়। চরিত্রের প্রয়োজনে নেড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কিলবিল সোসাইটির প্রথম ঝলক সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন, 'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে ইচ্ছে করেই লাল পাগরি দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন পরমব্রত। সৃজিতের আপকামিং মুভি কিলবিল সোসাইটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। এখানে তাঁর চরিত্রের নাম পূর্না। খোলা চুল চোখে চশমা, কৌশানীর লুকও বেশ নজরকাড়া।
/indian-express-bangla/media/post_attachments/4276d5ef-0ef.jpg)
ইন্ডাস্ট্রির কানাঘুষো, এই চরিত্রে অভিনয়ের জন্য সৃজিতের তরফে প্রথম প্রস্তাব পেয়েছিলেন মিমি চক্রবর্তী। চুম্বন দৃশ্যে অভিনয়ে আপত্তির কারনেই আনন্দ করের সঙ্গে জুটি বাঁধল পূর্ণা। এই চরিত্রটা বেশ সাহসী। ইচ্ছেমতো লাগামছাড়া জীবনযাপনে অভ্যস্ত পূর্না।
কিন্তু, একটা সময় জীবন তঁকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয় একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায়। পূর্ণার জীবনের সেই মোড় ঘোরানো পর্বই সৃজিতের নতুন ছবির অন্যতম আকর্ষণ। কিলবিল সোসাইটি-তে অভিনয় করছেন সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। সদ্যই শেষ হয়েছে সিনেমার শুটিং।