Advertisment
Presenting Partner
Desktop GIF

তামিলে রিমেক হচ্ছে সৃজিতের 'ভিঞ্চিদা'

এই প্রথমবার নয় যে সৃজিতের ছবির স্বত্ত্ব বিক্রি হয়েছে। 'হেমলক সোসাইটি'-র স্বত্ত্ব কেনা হয়েছিল মারাঠি ছবির জন্য, 'অটোগ্রাফ'-এর মালয়ালম ছবির জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তামিল পরিচালক ভি ধনঞ্জয় পরিচালনা করবেন এই ছবি।

বাংলায় ব্লক বাস্টার হওয়ার পর এবার দক্ষিণে রিমেক হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের থ্রিলার 'ভিঞ্চিদা'। তবে এই প্রথমবার নয় যে সৃজিতের ছবির স্বত্ত্ব বিক্রি হয়েছে। 'হেমলক সোসাইটি'-র স্বত্ত্ব কেনা হয়েছিল মারাঠি ছবির জন্য, 'অটোগ্রাফ'-এর মালয়ালম ছবির জন্য। এবার সেই তালিকাতেই যুক্ত হল ভিঞ্চিদা'।

Advertisment

দক্ষিণী সিনেমার বহুল রিমেক তৈরি হয় টলিউডে। সেখানে বাংলা ছবির স্বত্ত্ব দক্ষিণের ইন্ডাস্ট্রি কিনছেন এটা নিঃসন্দেহে ভাল খবর। 'ভিঞ্চিদা'-র প্রযোজনা সংস্থা এসভিএফের থেকে রাইটস কিনেছে ক্রিয়েটিভ এন্টারটেনার্স অ্যান্ড প্রোডিউসার্স। তবে তামিলে এই ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন, নকল আংটি দিয়ে ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন অভিষেক

চলতি বছরে সৃজিতের এই ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকারের মতো অভিনেতারা। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে, জানুয়ারীতেই শুরু হবে ছবির শুটিং। তামিলে এই ছবির পরিচালনা করবেন জি ধনঞ্জয়। ক্যামেরার দায়িত্ব সামলাবেন বিখ্যাত সিনেমাটোগ্রাফার নটরাজন।

'ভিঞ্চিদা'-র গল্পটা প্রতিশোধের। ভিঞ্চি নয়, এই গল্প একজন মাস্ক আর্টিস্টের। পেশাকে ভালবেসেই একাজে এসেছে সে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে জানার খিদে বাড়ে তাঁর। এভাবেই একদিন আলাপ হয় উকিলের সঙ্গে। খুন যার পছন্দের বিষয়। এই দুজনকে ঘিরেই এগোতে থাকে ‘ভিঞ্চিদা’র গল্প।

Ritwick Chakraborty Rudranil Ghosh Srijit Mukherji bengali films
Advertisment