/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/sritama-759.jpeg)
'সাহেবের কাটলেট'-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শ্রীতমা দে-কে।
অঞ্জন দত্ত মানেই ‘ব্যোমকেশ’, অঞ্জন দত্ত মানেই ডার্ক ছবি। তবে এবার ঘরানাটা একটু বদল করেছেন পরিচালক। ডার্ক কমেডিতে মনোনিবেশ করছেন তিনি। হাস্যরসের নিরিখে ছবিতে গূঢ় মেসেজ দিয়ে দেওয়াটাই অঞ্জন দত্তের ছবি বলার ভঙ্গি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এই পর্যন্ত দর্শক অবগত। কিন্তু জানেন কি এক নতুন মুখকে বড়পর্দায় দেখতে চলেছে সিনেমা প্রেমীরা।
অর্জুন চক্রবর্তীর বিপরীতে শ্রীতমা দে-কে পছন্দ করেছেন পরিচালক। বড়পর্দায় প্রথম ব্রেক, তারওপরে পরিচালকের আসতে অঞ্জন দত্ত, ''শ্রীতমার কাছে এ আনন্দের খবর নিঃসন্দেহে। কিন্তু কীভাবে তৈরি হল এই পথ? শ্রীতমার সঙ্গে যোগাযোগ করায় তিনি বললেন, প্রযোজনা সংস্থা থেকে আমায় অডিশনের জন্য কল করা হয়েছিল। তখন এতকিছু জানতাম না। স্টুডিয়োয় পৌঁছে দেখলাম স্যার (অঞ্জন দত্ত) বসে আছেন। আমার কস্টিউম আর মেকআপ করে ফ্লোরে আসার কথা। মেকআপ রুমেই দেখি স্যার হাজির। আমি কী করি, কেন অভিনয় করতে চাই এসব জানতে চাইলেন।''
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/sritama.jpeg)
আরও পড়ুন, বিক্রমের উপর বেজায় খাপ্পা কঙ্গনার বোন, কিন্তু কেন?
শ্রীতমা আরও বললেন, ''স্যার, আমায় একটা সিচ্যুয়েশন দিয়ে বলেছিলেন সংলাপ বলতে। যা মনে আসবে। আমি করলাম। তখন উনি বললেন আমার পরের ছবির জন্য তোমার কথা ভাবছি, ডেটের কিরকম কি অবস্থা বলতো। আমার তো এখনও বিশ্বাস হয় না অঞ্জন দত্তর ছবিতে কাজ করছি। এই তো স্ক্রিপ্ট রিডিংয়ের দিনও মনে হচ্ছিল সত্যি তো!''
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/sritama-khedi.jpeg)
তবে অর্জুন চক্রবর্তীর সঙ্গে এখনও সেভাবে আলাপ জমানো হয়নি অভিনেত্রীর। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন নীল দত্ত। আর 'সাহেবের কাটলেট'-এর জন্য নাকি একটি অ্যালবামও বানিয়ে ফেলেছেন পিতা-পুত্র। ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে চন্দননগরের প্রেক্ষাপটে।
১৫ জুলাই থেকে শুরু হবে 'সাহেবের কাটলেট'-এর শুটিং। তার আগে তোড়জোড় চলছে। ছবিতে অর্জুন-শ্রীতমা ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা।