গত বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। ১ লক্ষ টাকার বন্ড দিয়ে তবেই বম্বে হাইকোর্টের তরফে জামিন পেয়েছিলেন। তার আগে অবশ্য ২৭ দিন জেলে কাটাতে হয়েছে আর পাঁচজন কয়েদির মতোই। তবে বাড়ি ফিরেও রেহাই নেই। আগেভাগেই এনসিবির কড়া নির্দেশ জারি করেছিলেন শাহরুখ-পুত্রের ওপর। ছাড়া পেলেও তাঁকে প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হবে, জানানো হয়েছিল কোর্টের তরফে। অমান্য করেননি। জেল-মুক্তি হওয়ার পর প্রথম শুক্রবারই নির্দেশমাফিক পৌঁছে গিয়েছেন এনসিবি দপ্তরে।
৫ পাতার এক বড়সড় নির্দেশাবলী জারি হয়েছে শাহরুখ-পুত্রের (Shah Rukh Khan) ওপর। তাতে স্পষ্ট করে বলা, ১) আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না আরিয়ান খান। ২) এমনকী মুম্বই-মহারাষ্ট্রও নয়। ৩) কোর্টের নির্দেশ ছাড়া জেল থেকে ছাড়া পেয়ে এখনই কোনও সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। ৪) প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।
এর পাশাপাশি, ৫) প্রত্যেক শুনানির দিন আদালতে আরিয়ান খানকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর যদি অগত্যা হাজিরা না দিতে পারেন, তবে আগে থেকে কোনও যথাযোগ্য কারণ দেখাতে হবে কোর্টকে। ৬) এনসিবি অফিসের তরফে যখনই সমন পাঠানো হবে, তখনই দেখা করতে হবে গিয়ে। ৭) আর এই মূল শর্তগুলির মধ্যে কোনও একটা যদি না মেনে চলেন শাহরুখ-পুত্র, তাহলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) যখন তখন তাঁর জামিন বাতিল করে দিতে পারে। ৮) আর হ্যাঁ, ট্রায়াল পর্ব শুরু হলেই তাতে যেন দেরি না করেন আরিয়ান।
প্রসঙ্গত, ছেলে বাড়ি ফিরলেও মাদক-পর্বের কষ্ট এখনও ভুলতে পারছেন না কিং খান। তাই এই প্রথমবাবার মুম্বইতে থাকা সত্ত্বেও জন্মদিনে মন্নতের বারান্দা থেকে দেখা দেননি ভক্তদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন