/indian-express-bangla/media/media_files/2025/03/29/D2KjKuJSCkspbDWDsDHH.jpg)
Ritwick Chakraborty: রায়দানের পর কাকে ঠুকে কী বললেন অভিনেতা? Photograph: (ফাইল চিত্র )
SSC Recruitment Verdict-Ritwick Chakraborty: SSC মামলার রায়ে আওয়াজ তুলেছেন অনেকেই। তারকার নানা কথা বলছেন। কেউ কেউ যেমন সুপ্রিম রায়কে তুলোধোনা করে নানা পোস্ট করেছেন, কেউ কেউ আবার মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিয়েও নানা কথা বলছেন। যোগ্য এবং অযোগ্যর চুলচেরা বিশ্লেষন চলছে সমাজ মাধ্যমে। বেশিরভাগ এমনি বলছেন, এই মতামত ভুল। আবার কেউ বলছেন, এই মতামত ভেবে চিনতে দেওয়া হয়েছে। আগামীতে আবারও শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
এসএসসি কাণ্ডে করা চাকরি হারিয়েছেন, তাঁদের নিয়ে নানা কথা। কেউ কেউ তো ভাবতেই পারছেন না যে এ কী হয়ে গেল। কিন্তু! যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চুলচেরা ফারাক করতে না পেরেই যে আজ যোগ্য মানুষরাও খাবি খাচ্ছে, সেই নিয়েই আওয়াজ তুলেছেন তারকারা। তাঁদের মধ্যে ঋত্বিক চক্রবর্তী অন্যতম। তিনি ফের একবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেই নানা কথা বলে বসেছেন। 'যোগ্য অযোগ্যর লড়াইয়ে যদি অযোগ্যকে বিচার করতে বলা হয়...'
নাম না করেই কি তবে, সুপ্রিয় আদালত এবং রাজ্যের সরকার পক্ষকে বিঁধলেন তিনি? কাদের অযোগ্য বলে সম্বোধন করলেন? অভিনেতা সেই চেনা পরিচিত ছন্দেই একটি ভিডিও করলেন। ভেন্ট্রিলোকুইস্ট এর মাধ্যমেই যোগ্য এবং অযোগ্য প্রসঙ্গে তিনি নানা কথা জানিয়ে দিলেন। মাইক টেস্টিং করেই আসল কথা বলে ফেললেন তিনি? অভিনেতার ভিডিওতে শোনা যাচ্ছে...
"অযোগ্যকে যদি যোগ্য এবং অযোগ্য বাছতে বলা হয়, তাহলে যে যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। সে শুধু নিজের দিকে থাকে, এবং প্রমাণ করে সে অযোগ্য।" উত্তরে পাল্টা ঋত্বিক বলেন, "এটা সবাই জানে।" তারপরই ভিডিও শেষ। কিন্তু, এই ছোট্ট একটা ভিডিওতে কাদের উদ্দেশ্য করে এমন একটা কথা বলা হল? তাহলে, অযোগ্যর নিরিখে রাখা হল কাকে? তবে কি সুপ্রিম রায় সঙ্গে আরও কাউকে এই নিয়ে বিঁধে ফেলা হল? প্রশ্ন উঠেছে অনেকই।