‘কালো টাকায় সিনেমা.. দু-চারটে ছুটকো ঘটনায় টলিউড কলুষিত হয় না!’ বিস্ফোরক ঋত্বিক

SSC দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল প্রযোজিত ছবিতে অভিনয়! কী বলছেন ঋত্বিক?

SSC scam, Ritwick Chakraborty, Bengal SSC scam, Ayan Sil, Sweta Chakraborty, Ayan Sil produced film, ED, SSC scam tollywood, Kaushik Ganguly, Bengali cinema, tollywood news, Bonny sengupta, SSC দুর্নীতি, ঋত্বিক চক্রবর্তী, ইডি, বনি সেনগুপ্ত, SSC দুর্নীতি টলিউড, শ্বেতা চক্রবর্তী, অয়ন শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, বাংলার SSC দুর্নীতি মামলা, বাংলা সিনেমা, টলিউডের খবর
ঋত্বিক চক্রবর্তী

“দু’-চারটে ছুটকো ঘটনায় টলিউড কলুষিত হয় না। একটা ইন্ডাস্ট্রিকে কালিমা লিপ্ত করতে পারে, এমন ক্ষমতা আছে নাকি কারও? সে তো অনেকদিন ধরেই কালো টাকায় সিনেমার প্রযোজনা হচ্ছে। যাঁদের ধরার তাঁরা ধরা পড়ছে..” মন্তব্য ঋত্বিক চক্রবর্তীর। SSC দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল প্রযোজিত সিনেমা ‘কাবাড্ডি কাবাড্ডি’তে অভিনয় করেছিলেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা।

প্রসঙ্গত, ‘কান টানলেই মাথা আসে…’ প্রবাদবাক্যের মতো ‘অহেতুক’ টলিপাড়ার একের পর এক তারকার নাম জড়িয়ে যাচ্ছে SSC দুর্নীতি মামলায়। শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল ইডি-র জালে পড়তেই ‘বান্ধবী’ শ্বেতা চক্রবর্তীর নাম উঠে আসে। যিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই টলিউডে ডেবিউ করেছেন। সেই ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’র প্রযোজক অয়ন। পেশায় শ্বেতা পুরসভার ইঞ্জিনিয়ার হলেও, আবার মডেল-অভিনেত্রী। ওই একই সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকারের মতো তারকারাও। তাহলে কি দুর্নীতির কালো টাকাতেই টলিউডে সিনেমা তৈরি হচ্ছে? প্রশ্ন উঠতেই বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী।

[আরও পড়ুন: SSC Scam: ‘মামা-ভাগ্নী’ পরিচয়ে লিভ-ইন! অয়নের ঘনিষ্ঠ রহস্যময়ীর ডেবিউ কৌশিক গাঙ্গুলীর ছবিতে]

অভিনেতার কথায়, “কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সিনেমার অফার পেয়েই কাজ করেছি। প্রযোজকের সঙ্গে আলাপ ছিল নায সেটে দু-একবার এসেওছিলেন অয়ন শীল। ব্যবহার ঠিকই লেগেছিল। আর ব্যবহার দিয়ে তো আর এসব বোঝা যায় না! প্রযোজক প্রোমোটারি করে না অন্য কিছু বিক্রি করে.. কে কী ব্যবসা করছে, সেসবে মাথা ঘামাই না।”

পাশাপাশি ঋত্বিক এও জানান যে, ‘কাবাড্ডি কাবাড্ডি’ সিনেমার শুট শেষ হলেও ডাবিং এখনও বাকি। তাই অভিনেতা হিসেবে গোটা পারিশ্রমিক এখনও পাননি। ভেবেছিলেন, অন্যান্য প্রজেক্টগুলোর মতো এটাও বোধহয় মাঝপথে ঝুলে গিয়েছে! তবে এবার শিক্ষা দুর্নীতি মামলায় একের পর এক মোড় ঘুরতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। নিত্যদিন যেভাবে সিনে ইন্ডাস্ট্রির একেকজনের নাম সামনে আসছে, সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি রাজ্যের শিক্ষা দুর্নীতির কালো টাকা সাদা হচ্ছে সিনেমারস স্ক্রিনে? সেই প্রশ্নের মোক্ষম জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ssc scam ritwick chakraborty acted in ayan sil produced film actor reacts

Next Story
‘আপনার বাবার এয়ারপোর্ট…?’ নিরাপত্তারক্ষীকে ‘ডোন্ট কেয়ার’, করণকে আটকালো পুলিশ
Exit mobile version