কিছু কিছু ধারাবাহিক বাংলা টেলিভিশনের দর্শক কোনওদিন ভুলতে পারবেন না। তার মধ্যে একটি অবশ্যই স্টার জলসা-র 'বেহুলা'। 'মনসামঙ্গল'-এর কাহিনি শিবপুরাণের উপর ভিত্তি করে নির্মিত এই পৌরাণিক ধারাবাহিকটি ফিরছে স্টার জলসা-র পর্দায়। অভিনেত্রী পায়েল দে-কে এখনও অনেক দর্শক 'বেহুলা' বলেই সম্বোধন। ৬ মে থেকে ধারাবাহিকটি দেখা যাবে আবার।
লকডাউন দীর্ঘায়িত হওয়ার পরে স্টার জলসা ও জি বাংলা ফিরিয়ে এনেছে তাদের বহু পুরনো ধারাবাহিক। এর মধ্যে রয়েছে 'বোঝেনা সে বোঝেনা' এবং 'ওগো বধূ সুন্দরী'। বহু দর্শক অনুরোধ করেছিলেন বেহুলা ধারাবাহিকের পুনঃসম্প্রচারের জন্য। সেই অনুরোধ রেখেছে চ্যানেল।
আরও পড়ুন: লকডাউনে শুটিং বন্ধ অথচ মদের দোকানে ঠেলাঠেলি! ক্ষুব্ধ বিনোদন জগতের একাংশ
এই ধারাবাহিকটি প্রথম সম্প্রচার হয় ২০১০ সালে। পায়েল দে ছাড়া মুখ্য ভূমিকায় ছিলেন পায়েল দে, কৌশিক চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র ও চান্দ্রেয়ী ঘোষ। দেখে নিতে পারেন ধারাবাহিকের পুরনো প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে--
আরও পড়ুন, কুপ্রস্তাব পেয়েছিলেন আয়ুষ্মান খুরানাও, সামনে এল কুৎসিত সেই ঘটনা
এই প্রোমোটি সম্প্রতি আবারও শেয়ার করেছে স্টার জলসা তাদের সোশাল মিডিয়া প্রোফাইলে। প্রতিদিনি দুপুর ১২.৩০টায় দেখা যাবে এই ধারাবাহিক আগামী ৬ মে থেকে। এই সুসংবাদটি পায়েল শেয়ার করেছেন তাঁর নিজস্ব সোশাল মিডিয়া প্রোফাইলে। অভিনেত্রী লিখেছেন যে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পী ও টেকনিসিয়ানের কাছে কিছু না কিছু শিখেছেন তিনি। আর এমন একটি চরিত্রে তাঁকে সুযোগ দেওয়ার জন্য পায়েল আরও একবার ধন্যবাদ জানিয়েছেন এসভিএফ টেলিভিশন ও চিত্রনাট্যকার সাহানা দত্তকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন