Advertisment
Presenting Partner
Desktop GIF

লকডাউনে সুবর্ণলতা ও পটলকুমারের প্রত্যাবর্তন টেলিপর্দায়

Lockdown retelecast: বহু জনপ্রিয় পুরনো ধারাবাহিক ইতিমধ্যেই ফিরেছে টেলিপর্দায়। প্রত্যাবর্তনের তালিকায় যুক্ত হল দর্শকের ফেভারিট আরও কয়েকটি নাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Star Jalsha Potol Kumar Gaanwala and Zee Bangla Subarnalata retelecast

বাঁদিকে সুবর্ণলতার ভূমিকায় অনন্যা চট্টোপাধ্যায় ও ডানদিকে পটলকুমারের ভূমিকায় হিয়া দে।

লকডাউনের গোড়ার দিকে যখন প্রথম সারির বাংলা চ্যানেলগুলি পুরনো শোয়ের পুনঃসম্প্রচারের ঘোষণা করে, সেই সময় থেকেই দুটি ধারাবাহিককে টেলিপর্দায় ফিরিয়ে আনার অনুরোধ ছিল দর্শকের। সোশাল মিডিয়ায় অনেকেই চেয়েছিলেন ফিরে আসুক 'সুবর্ণলতা'। পাশাপাশি 'পটল কুমার গানওয়ালা' আবারও টেলিপর্দায় সম্প্রচারের অনুরোধ করেছিলেন বহু দর্শক।

Advertisment

এই দুটি ধারাবাহিকই দেখা যাবে আবার। ৪ এপ্রিল থেকে দেখা যাবে 'পটলকুমার গানওয়ালা' ও জি বাংলা-য় 'সুবর্ণলতা' দেখা যাবে সোমবার ৬ এপ্রিল থেকে। এছাড়া স্টার জলসা-য় ফিরেছে 'ঠাকুরমার ঝুলি', 'ভজগোবিন্দ' এবং 'কিরণমালা'।

আরও পড়ুন: ফিরছে ঋতাভরী-রাজদীপের ‘ওগো বধূ সুন্দরী’, জানালেন রাজদীপ

অর্থাৎ দুটি চ্যানেলই এখন পুনঃসম্প্রচারে জমজমাট বলা যায়। অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত 'সুবর্ণলতা'-র সম্প্রচার শুরু হয়েছিল ২০১০ সালে। আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের সর্বশ্রেষ্ঠ কাজগুলির মধ্যে অন্যতম। 'সুবর্ণলতা'-র ভূমিকায় অনন্যা চট্টোপাধ্যায় যেমন সত্যিই অনন্যা, পাশাপাশি এই ধারাবাহিকের মেকিংও দারুণ।

Star Jalsha Potol Kumar Gaanwala and Zee Bangla Subarnalata retelecast স্টার জলসা-য় ফিরছে যে ধারাবাহিকগুলি।

অন্যদিকে স্টার জলসা-র 'পটলকুমার গানওয়ালা' দর্শকের প্রিয় হয়ে উঠেছিল বিষয়বস্তুর অভিনবত্বে। যাঁরা একটু মধ্যবয়সী দর্শক বা বর্ষীয়ান, তাঁদের কাছে আবার এই ধারাবাহিক কিছুটা হলেও ফিরিয়ে দেয় বাংলা ছবি 'হংসরাজ'-এর স্মৃতি। ছোট পটলের ভূমিকায় হিয়া দে যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই দর্শকের অত্যন্ত প্রিয় ছিল ধারাবাহিকে ব্যবহৃত পটলের কণ্ঠে গানগুলি।

আবারও সেই সব স্মৃতি ঝালিয়ে নেওয়ার সময়। 'পটল কুমার গানওয়ালা'-র সম্প্রচার শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে বিকেল ৩টের স্লটে। আর 'সুবর্ণলতা'-র সম্প্রচার শুরু হবে ৬ এপ্রিল থেকে বিকেল ৩টেয়।

Bengali Serial Bengali Television
Advertisment