scorecardresearch

‘সাপ নাকি কমোডের টিকটিকি বোঝা দায়…’, ‘পঞ্চমী’র পোস্টার দেখে ভাষা হারিয়েছেন ঝিলাম!

সাপও আবার শাড়ি পরে? ধারাবাহিক নিয়ে চরম খিল্লি নেটপাড়ায়

panchami, star jalsha, panchami serial
নাগলোকে পঞ্চমী

ধারাবাহিকে কত কিছুই না হয়! বিশেষ করে শেষ কিছু বছরের TRP লক্ষ্য করলে দেখা যাবে সাপ সংক্রান্ত সিরিয়াল কিন্তু নিদারুণ সাফল্য এনে দিয়েছে চ্যানেলগুলোতে। তাই তো, পঞ্চমী ধারাবাহিক নিয়ে উচ্চাশা ছিল অনেকের। তবে, শেষ কিছুদিন যেন পঞ্চমীর প্লট রীতিমতো অবাক করে দিচ্ছে সকলকে।

পঞ্চমী জানতে পেরেছে তাঁর পরিচয়, সে যে আসলেই ইচ্ছেধারী সাপ একথা তাঁর এখন অজানা নয়। স্বামী কিঞ্জলকে বাঁচাতে, দিনরাত নানান কিছু করে চলেছে সে। এবার নাগলোকে পাড়ি দেওয়ার পালা। আর সেই পোস্টার নজরে আসতেই হেসে খুন দর্শকরা। আধা পঞ্চমী, আধা সাপ – জল থেকে তেরেফুঁড়ে উঠছে সে। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় চরম উত্তেজনা। খিল্লির শেষ নেই। সামিল হয়েছেন ইউটিউবার ঝিলাম গুপ্তাও।

আরও পড়ুন [ মেয়েলি কণ্ঠে ‘পাঠান’ শাহরুখকে ফোন আয়ুষ্মানের, করলেন ‘ফ্লার্ট’ও.. ধরতেই পারলেন না কিং খান? ]

এই পোস্টের পরেই, হাজারো মিম সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন জলের বালতিতে টিকটিকি আবার কেউ বলছেন, পদ্মপাকে কেঁচো। তবে, এরই মাঝে ঝিলামের মন্তব্য চোখে পড়ার মত। নিজের ঠোঁটকাটা মন্তব্যে সবসময়ই চর্চায় থাকেন ঝিলাম। এবার পঞ্চমীকে নাগলোকে দেখতেই ঝিলাম বলে বসলেন…

প্রথমে ছবিটার একঝলক দেখে ভাবলাম সাপ অনেক পটি করেছে। তারপর ভাবলাম সাপ সায়া পড়েছে। কিন্তু ভাল করে দেখার পর আর কিছুই ভাবতে পারছি না। ঝিলাম একা নন, বরং নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকেই। এহেন কান্ডকারখানা বর্তমান সময়ে সম্ভব বলেই ভাবতে নারাজ তারা।

একেতেই এহেন সিরিয়ালের প্লট তাঁর সঙ্গে VFX , রেগে আগুন দর্শকরা। তাঁদের কথায়, জলের তলায় কবে থেকে পদ্ম থাকে? আবার কেউ বললেন, নাগিন জলের তলায় শাড়ি পরে? কী ভয়ঙ্কর! ধারাবাহিক কর্তৃপক্ষকে ঘিরে হেসে খুন নেটিজেনরা।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Star jalsha serial panchami at naglok bengali youtuber reacted