গানের মধ্যেও লুকিয়ে থাকে অভিনয়। যে কোনও ভাল গায়কের গানে নাটকীয়তা থাকে বলেই সেই গান এত মনোজ্ঞ লাগে। তাই ভাল গায়ক হতে গেলে গায়কীর মধ্যে নাটকীয়তা, অভিনয়ও আনতে হবে, এমনটাই মনে করছেন সুপার সিঙ্গার রিয়্যালিটি শোয়ের বিচারকরা। স্টার জলসা-র এই শো-তে আসছে তাই বিশেষ রাউন্ড।
এই রাউন্ডে ৮ জন প্রতিযোগীকে এমন এক একটি গান বেছে নিয়ে পরিবেশন করতে হবে, যে গানে আবেগের অথবা অভিব্যক্তির ওঠাপড়া রয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক, আশা ভোঁসলে-র গাওয়া 'রাত অকেলি হ্যায়' অথবা কিশোর কুমারের অবিস্মরণীয় গান 'এক চতুর নার'।
আরও পড়ুন: ‘লকডাউনে রাস্তার পশুদের জন্য কিছু খাবার রাখুন বাড়ির বাইরে’
এমনই কিছু গান বেছে নিয়ে প্রতিযোগীরা ইতিমধ্যেই পারফর্ম করেছেন এবং এই বিশেষ পর্বটির শুটিং সমাপ্ত হয়েছে করোনা লকডাউনের আগেই। এবার সেই বিশেষ পর্বের সম্প্রচার আসছে এই সপ্তাহান্তে। দেখে নিতে পারেন প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে--
জিৎ গঙ্গোপাধ্যায় এবং কবিতা কৃষ্ণমূর্তি বিচারকের আসনে তো ছিলেনই। কিন্তু এই বিশেষ পর্বের বিশেষ অতিথি বিচারক হিসেবে থাকবেন অনুপ ঘোষাল। সত্যজিৎ রায়ের গুপী বাঘা সিরিজে গুপীর গানগুলি তাঁর কণ্ঠে কাল্ট হয়ে রয়েছে। গুপী গাইন বাযা বাইন অথবা হীরক রাজার দেশে-র প্রত্যেকটি গানেই অসম্ভব নাটকীয়তা ছিল।
তাই এই বিশেষ পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্সের বিচার করতে তাঁর চেয়ে উপযুক্ত বর্ষীয়ান গায়ক এই মুহূর্তে বিরল। সুপার সিঙ্গার-এর এই বিশেষ রাউন্ড দুটি দেখা যাবে আগামী ২৮ মার্চ ও ২৯ মার্চ রাত সাড়ে আটটায়। এই পর্বের পারফরম্যান্সের উপর ভিত্তি করে হবে এলিমিনিশেন যা ঘোষণা করা হবে সপ্তাহের শেষে।