Advertisment

আম্ফানের প্রেক্ষাপটে নয়া ধারাবাহিক 'আলতা ফড়িং', বলবে জীবন সংগ্রামের গল্প

খুব শিগগীরিই আসছে। কোন চ্যানেলে? জানুন।

author-image
Sandipta Bhanja
New Update
Aalta Phoring, Star Jalsha, Star Jalsha's upcoming serial, bengali serial, আলতা ফড়িং, স্টার জলসা, অর্ণব বন্দ্যোপাধ্যায়, স্টার জলসার নতুন সিরিয়াল, bengali news today

আলতা ফড়িং

২০২০ সালে এক বিধ্বংসী ঘুর্ণীঝড় আছড়ে পড়ে বাংলায়। যার ক্ষত এখনও সেরে ওঠেনি রাজ্যের উপকূলের প্রত্যন্ত গ্রামগুলিতে। কত শত মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। নোনা জল ঢুকে নষ্ট করে দিয়েছে তাঁদের চাষের জমি। স্বজন হারা হয়েছেন কত মানুষ। যে অভিশপ্ত দিনগুলোর স্মৃতি আজও বুকে করে বয়ে বেড়াতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের সেই নুন পান্তা ফুরনো সংসারগুলোকে। সেই বিধ্বংসী আম্ফানের প্রেক্ষাপটেই এবার তৈরি হচ্ছে নয়া বাংলা ধারাবাহিক 'আলতা ফড়িং' (Aalta Phoring)। যা এক জীবন সংগ্রামের গল্প শোনাবে টেলিদর্শকদের।

Advertisment

বুধবার ধারাবাহিকের টিজার প্রকাশ্যে এসেছে। সেখানেই ফিরে এল বিগত এক বছর আগেকার বিধ্বংসী আম্ফানের স্মৃতি। 'আলতা ফড়িং'-এর গল্পটা কীরকম? গাঁয়ের সরল, প্রাণোচ্ছ্বল এক মেয়ে। পিতৃহারা। মা কষ্ট করে তাকে একাহাতে মানুষ করেছে। তাই মা-ই তার কাছে সব। মা পেশায় ইটভাটার কর্মী। অভাব-অনটনের সংসার। রাগ-অভিমান, খুনসুঁটি মাখা সম্পর্ক। হঠাৎ-ই একদিন ঘূর্ণীঝড়ের কোপে পড়ে মা-মেয়ে। বাণভাসী গ্রামে জলের তোড়ে ভেসে গিয়ে মা-মেয়ে আলাদা হয়ে যায়। সেই মেয়েটি কোনওমতে নিজের প্রাণ বাঁচায় এক গাছের গুঁড়ি ধরে। কিন্তু তার মা কোথায়? আর বন্যা কবলিত সেই এলাকা থেকে ওই মেয়েটিকে উদ্ধারই বা কে করবে? তখনই ধারাবাহিকের নায়কের এন্ট্রি।

<আরও পড়ুন: Tonic: ‘৮২ বছর বয়সেও বৃষ্টি মাথায় শুট করেছেন’, পরাণের প্রশংসায় পঞ্চমুখ দেব>

শেষমেশ কি তাহলে মাকে খুঁজে পাবে সেই মেয়েটি? বাকি গল্প টেলিভিশনের পর্দায় দেখতে হবে। মূল ভূমিকায় অভিনয় করেছেন 'মৌয়ের বাড়ি' ধারাবাহিকের 'পাখি' খেয়ালি মণ্ডল এবং 'শ্রীময়ী', 'আলোছায়া' খ্যাত অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। নির্মাতা টেন সিনেমা। কোথায় দেখতে পাবেন? 'আলতা ফড়িং' আসছে স্টার জলসায় (Star Jalsha)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Aalta Phoring Bengali Television tollywood Star Jalsha Bengali Serial Entertainment News
Advertisment