Subhash Ghai Health Update : হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ পরিচালক সুভাষ ঘাই। এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভাকাঙ্খীরা। সুভাষ ঘাইয়ের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি সংকটমুক্ত। ভাল আছে। বুধবার থেকে হাসপাতালে ভর্তি সুভাষ ঘাই। চারদিন পর সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট দিলেন 'তাল' খ্যাত পরিচালক। যাঁরা প্রতি মুহূর্তে তাঁর খোঁজ নিয়েছেন, সুস্থতা কামনা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কী লিখলেন এক্স হ্যান্ডেলে?
পরিচালক সুভাষ ঘাই লিখেছেন, 'আমার এত শুভাকাঙ্খী আছে জেনে ভীষণ ভাল লাগছে। নিজেকে ধন্য মনে হচ্ছে। যাঁরা আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। গোয়ায় অনুষ্ঠিত IFFI-তে খুব ব্যস্ত ছিলাম। এখন সব ঠিক আছে। আমি ভাল আছি। আবার হাসছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ'। তাঁর পোস্টে স্বস্তির নিঃশ্বাস অনুরাগীদের। প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী পরিচালক সুভাষ ঘাইকে বুধবারই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ঐশ্বর্য রাই বচ্চনের ছবির পরিচালক, কেমন আছেন সুভাষ ঘাই?
সুভাষ ঘাইয়ের মুখপাত্র জানিয়েছিলেন, তিনি এখন ভাল আছেন। রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন। সূত্র মারফৎ জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না। বেশ দুর্বল, শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে তন্দ্রাচ্ছন্নভাবও ছিল সুভাষ ঘাইয়ের। হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের একটি টিম তাঁর চিকিৎসা করছে। সুভাষ ঘাই পরিচালিত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি 'Kaanchi'।
আরও পড়ুন: অবশেষে চিন্তামুক্ত করণ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালকের মা
ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪-তে। হিন্দি ছবির দর্শককে একগুচ্ছ ছবি উপহার দিয়েছেন পরিচালক সুভাষ ঘাই। ফিল্মি যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে 'কালীচরণ' ছবির মাধ্যমে। সুভাষ ঘাই পরিচালিত হিট ছবির মধ্যে রয়েছে 'কর্জ', 'বিধাতা', 'হিরো', 'ইয়াদেঁ', 'খলনায়ক', 'ত্রিমূর্তি'-র মতো বহু ছবি। উল্লেখ্য, শুক্রবার মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন করণ জোহরের মা। রবিবার বাড়ি ফিরেছেন তিনি।