Subhash Ghai Health Condition: শনিবারই জানা গিয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু অসুস্থ। এরপরই প্রকাশ্যে আসে পরিচালক সুভাষ ঘাইয়েরও অসুস্থতার খবর। হাসপাতালে ভর্তি রয়েছেন তাল, রাম-লক্ষ্মণ, সওদাগর খ্যাত এই জনপ্রিয় পরিচালক। সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, ৭৯ বছর বয়সী পরিচালক সুভাষ ঘাইকে বুধবারই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই। বেশ দুর্বল, শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে তন্দ্রাচ্ছন্নভাবও ছিল সুভাষ ঘাইয়ের। হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের একটি টিম তাঁর চিকিৎসা করছে। সেখানে রয়েছেন কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডাঃ নীতিন গোখলে, নিউরোলজিস্ট ডাঃ বিজয় চৌধুরী, পালমোলজিস্ট ডাঃ জলিল পারকার।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ফেরার একমাসের মধ্যেই ফের গুরুতর অসুস্থ, কেমন আছেন সায়রা বানু?
সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক সুভাষ ঘাই বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। খুব শীঘ্রই তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হবে। সুভাষ ঘাইয়ের মুখপাত্র জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন। রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।
সুভাষ ঘাইয়ের গ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুগামীরা। তাঁর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত শেষ ছবি 'Kaanchi'। মুক্তি পেয়েছিল ২০১৪-তে। হিন্দি ছবির দর্শককে একগুচ্ছ ছবি উপহার দিয়েছেন পরিচালক সুভাষ ঘাই। পরিচালনার যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে 'কালীচরণ' ছবির মাধ্যমে।
তাঁর পরিচালিত হিট ছবির মধ্যে রয়েছে 'কর্জ', 'বিধাতা', 'হিরো', 'ইয়াদেঁ', 'খলনায়ক', 'ত্রিমূর্তি'-র মতো বহু ছবি। প্রসঙ্গত, গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিউমোনিয়ায় ভুগছেন অভিনেত্রী। সেই সঙ্গে হাঁটুতে দুটো ব্লাড ক্লট পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা একদমই ভাল যাচ্ছে না সায়রা বানুর। বাড়িতেই ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না অভিনেত্রী।