Saira banu Health : হাসপাতাল থেকে ফেরার একমাসের মধ্যেই ফের গুরুতর অসুস্থ, কেমন আছেন সায়রা বানু?

Saira Banu Health Update : ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। কী হয়েছে অভিনেত্রীর?

Saira Banu Health Update : ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। কী হয়েছে অভিনেত্রীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু

ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু

Saira banu Health Condition: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিউমোনিয়ায় ভুগছেন অভিনেত্রী। সেই সঙ্গে হাঁটুতে দুটো ব্লাড ক্লট পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা একদমই ভাল যাচ্ছে না সায়রা বানুর। গত অক্টোবরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। একদিকে নিউমোনিয়া অন্যদিকে হাঁটুতে ক্লট, এইরকম পরিস্থিতিতে একেবারে কাবু সায়রা বানু। বাড়িতেই ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না অভিনেত্রী। সায়রা বানুর শারীরিক অবস্থার খবর শুনে মন খারাপ অনুরাগীদের। 

Advertisment

প্রসঙ্গত, ২০২১-এর ৭ জুলাই প্রয়াত হন বলিউডের ট্রাজিডি কিং দীলিপ কুমার।  গত ডিসেম্বরে ছিল দীলিপ কুমারের ১০১ তম জন্মবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সায়রা জানিয়েছিলেন কী ভাবে প্রয়াত স্বামীর ১০১-তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন।

আরও পড়ুন: বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং, হাসি মুখে ক্যামেরায় পোজ বচ্চন দম্পতির, ভাইরাল ছবি

 দোসর দীলিপ কুমারের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ লেখা। ১৯৬৬ সালের অক্টোবরে সায়রা বানুর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন দীলিপ কুমার। তবে এই মুহূর্তে সায়রা বানুর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর শুভাকাঙ্খী থেকে অনুগামীরা। দীলিপ কুমারের থেকে সায়রা বানু প্রায় ২২ বছরের ছোট। কিন্তু, অভিনেতার মৃত্যুর পর একাকীই জীবন কাটাচ্ছেন সায়রা বানু।

Advertisment

আরও পড়ুন: 'অনেকগুলো সন্তান চাই', শোভিতার সঙ্গে ঘর বেঁধেই ফ্যামিলি প্ল্যানিং শুরু নাগা চৈতন্যর!

অতীতে এই প্রসঙ্গে নিজের মতও প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর কথায়, যাঁরা দুঃসময়ে পাশে থেকেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ। প্রার্থনা আর ওষুধের উপরই জীবন নির্ভরশীল। অনেকেই তাঁর মতো পরিস্থিতির শিকার। সেই দুঃখ কষ্ট ভুলে সুখের খোঁজ করেন। কিন্তু, দীলিপ কুমারের সঙ্গে তাঁর বন্ডিং এতটাই ভাল ছিল যে পরবর্তীতে কিছু ভাবতেই পারেননি। সায়রা বানুর মতে, দীলিপ কুমার 'একস্ট্রা অর্ডিনারি' একজন মানুষ। 

bollywood movie bollywood actress Saira Banu Bollywood Couple