Advertisment
Presenting Partner
Desktop GIF

Subhashree Ganguly: ভাত-আলুসিদ্ধতেই ছিপছিপে গড়ন! স্টাইল আইকন থেকে ডাক নাম কী? সিক্রেট ফাঁস শুভশ্রীর

Subhashree Ganguly Secret: নিজেই নিজের সিক্রেট ফাঁস করলেন শুভশ্রী। বাড়িতে কী নামে তাঁকে ডাকা হয়, কী খেতে ভালবাসেন, স্টাইল আইকন কারা সহ একাধিক প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
Subhashree Ganguly, tollywood, bengali news today, শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ভাত-আলুসিদ্ধতেই ছিপছিপে গড়ন!

Subhashree Ganguly Video: শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী। ছকভাঙা চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শকের মনে নিজের একটা পাকাপোক্ত জায়গা বানিয়ে ফেলেছেন। কখনও তিনি বাবাই দার 'পরিণীতা' তো কখনও রাজ চক্রবর্তীর ছবির 'বাবলি'। ঠাকুমা-দিদিমার ঐতিহ্যবাহী ঘরোয়া রান্নার ভাতের হোটেলে 'ইন্দুবালা'- র চরিত্রেও জুড়ি মেলা ভার।

Advertisment

কেরিয়ারের শুরুতে যে ধরনের ছবিতে শুভশ্রী অভিনয় করতেন, বর্তমানে নিজেকে একেবারে ভেঙেচুরে দর্শকের দরবারে নিজেকে মেলে ধরছেন। রাজের নির্দেশনায় কোর্টরুমে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বপালনের পাঠ পড়িয়ে আরও একবার নিজেকে সফল অভিনেত্রী হিসেবে প্রমাণ করলেন শুভশ্রী। 

রিল লাইফে শুভশ্রী কেমন তা তো সকলেই জানে। কিন্তু, বাস্তবে শুভশ্রী কেমন? কী খেতে ভালবাসেন? তাঁর স্টাইল আইকন কারা? একাধিক প্রশ্নের সোজাসাপটা জাবাব দিলেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকাদের ডাক নাম কী এটা জানতে ভক্তরা খুবই আগ্রহী থাকেন।

শুভশ্রীও জানালেন বাড়িতে তাঁকে সবাই আদর করে কী বলে ডাকেন। SVF-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই শুভশ্রী নিজেই নিজের সিক্রেট ফাঁস করলেন।মাত্র ৫৯ সেকেণ্ডের চ্যালেঞ্জ! ভিডিও-তে গড়গড়িয়ে সব বলে দিলেন শুভশ্রী। 

Advertisment

প্রথমেই বললেন প্রিয় খাবারের কথা। বিশুদ্ধ বাঙালি খাবারই পছন্দ শুভশ্রীর। তবে যদি তৃপ্তির কথা বলা হয় তাহলে ভাত-আলু সিদ্ধ। সত্যিই তো, আমবাঙালির পছন্দের তালিকায় আলুসিদ্ধ-ভাত থাকবে না তাই আবার হয় নাকি! শুভশ্রীকে ইন্ডাস্ট্রিতে অনেকেই শুভ বলে ডাকেন। কিন্তু, বাড়িতে রয়েছে একটা মজার নাম, 'পুটাই'। এটা বলে তো নিজেই হেসে কুটোপুটি শুভশ্রী।

কিন্তু, অঙ্কুশের নাম বলেই চোখে মুখে কেন বিরক্তি? আসলে এটা মজা করেই করেছেন। শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় মজার রাঁধুনি কে? সঙ্গে সঙ্গে অঙ্কুশের নাম নেন শুভশ্রী। সেই সঙ্গে চোখ-মুখ বিকৃত করে বলেন, 'ও বাবা, সাঙ্ঘাতিক। যাকে বলে অসহ্য!'

ডান্স বাংলা ডান্সের সেট হোক কোনও পার্টিতে অঙ্কুশ-শুভশ্রীর খুনসুটির কথা সকলেরই জানা। SVF-এর শেয়ার করা ভিডিও-তে যেন এ এক অন্য শুভশ্রী! নিজের নামের সঙ্গে কোন হ্যাশট্যাগ ব্যবহার করতে চান? এক নিঃশ্বাসে বললেন, বিউটিফুল, ডিভা, সুপারওম্যান, পজিটিভ।

কিন্তু, কোনও সুপার পাওয়ার নিতে মোটেই আগ্রহী নন শুভশ্রী। কারণ সুপার পাওয়ার থাকলেই মানুষের বিরক্ত করার প্রবণতা বাড়বে। তাঁর এই সৌন্দর্যের চাবিকাঠি কী? হৃদয়ে হাত রেখে বললেন, বিউটিটা মন থেকে আসে। শুভশ্রীর প্রিয় মুভি পরিণীতা। আর স্টাইল আইকন ঠাম্মি,মা। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীপিকা, আলিয়া, কিয়ারার স্টাইল স্টেটমেন্ট শুভশ্রীর খুব পছন্দের। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Subhashree Ganguly
Advertisment