বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day) অভিনব উদ্যোগ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। প্রত্যেক মা-বাবাই যেমন চান তাঁর সন্তান যেন দুধে-ভাতে থাকে, ঠিক তেমনি তাঁকে এক সুস্থ পরিবেশ উপহার দেওয়াও আরেকটা কর্তব্য। আগামী প্রজন্ম যাতে প্রাণ খুলে শ্বাস নিতে পারে। সেই উদ্যোগই নিলেন এবার শুভশ্রী। ছেলে ইউভানকে কোলে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে গাছ পুঁতলেন মা। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক যে কতটা নিবিড় হওয়া প্রয়োজন খুদে ইউভানকে যেন ছোট থেকেই সেই শিক্ষা দিতে চাইছেন অভিনেত্রী।
৫ জুন, শনিবার, রাষ্ট্রপুঞ্জ ঘোষিত বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি মা'কে রক্ষা করার দায়িত্ব নিলেন আরেক মা। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গাছের চারা পুঁতলেন নিজের বাড়ির বাগানে। সেই মুহূর্তের বেশ কয়েকটা ছবিও তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। যেখানে দেখা গেল রাজ-শুভশ্রীর ছোট্ট রাজপুত্তুর মায়ের কোলে বসে। আর তাকে নিয়েই বাগানের মাটি খুঁড়ে গাছ লাগাচ্ছেন অভিনেত্রী। ছোট্ট হাত দিয়ে ইউভান কখনও চারা গাছে জল ঢালছে তো আবার কখনও বা হাতে মাটির দলা পাকাচ্ছে।
<আরও পড়ুন: BIG NEWS: ভোটে হারলেও তৃণমূলে বড় পদ পেলেন ‘সায়ন্তিকা’, গুরুদায়িত্বে বিধায়ক ‘রাজ চক্রবর্তী’>
গাছ লাগানোর সেই ক্যামেরাবন্দী মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, "আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি মাকে রক্ষা করার শপথ নেওয়া যাক।" তবে খুদে ইউভানের সঙ্গে মা শুভশ্রীর ছবিতে বেজায় মজেছেন নেটজনতারা। পাশাপাশি ছোট থেকেই ছেলেকে পরিবেশ সচেতনতার পাঠ দেওয়ায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। স্ত্রী শুভশ্রীর পোস্ট শেয়ার করে টুইটারে প্রশংসা করেছেন স্বামী পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)।
<আরও পড়ুন: Anirban Bhattacharya: বলিউডকে বলো ‘খোকা’ আসছে! অনির্বাণের সহ-অভিনেত্রী রানি?>
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন