/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/YUVAn-lead.jpg)
পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি। একেবারে পাট-পাট করে আঁচড়ানো চুল। পাঞ্জাবির হাতা এবং ধুতির কোঁচে নীল রঙের সুতোর ডিজাইন। আর উনি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। মহাষ্টমীর সকালে টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রীর খুদে রাজপুত্তুরের এই ছবি নেটদুনিয়ায় একেবারে শোরগোল ফেলে দিয়েছে। ছোট্ট ইউভানকে দেখে আদুরে বার্তায় ভরিয়ে দিয়েছেন নুসরত জাহান, কৌশানি-সহ টলিউডের অন্যান্য তারকারাও।
এবছর ইউভানের প্রথম পুজো। তাই বাবা-মা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কাছে যে ভীষণ স্পেশ্যাল হবেই, তা বলাই বাহুল্য। এমন অতিমারী আবহ না থাকলে হয়তো বাবা-মায়ের কোলে চেপে ছোট্ট ইউভান কলকাতা শহরের পুজোর আমেজ দেখতে বেরতো। কিন্তু এমন অতিমারী আবহে সে উপায় আর হল কই? তা বলে, রাজ-শুভশ্রীর রাজপুত্তুর সাজুগুজু করবে না! তাই মহাষ্টমীর সকালে স্নান করে পরিপাটি করে চুল আঁচড়ে একেবার ধুতি-পাঞ্জাবী পরে সে তৈরি। সকালের নরম রোদ গায়ে মেখে মা শুভশ্রীর কোলে শুয়ে ছবি তুলেছে ইউভান। আরেকটি ছবিতে বাবা রাজ চক্রবর্তীর হাত ধরে থাকতেও দেখা গেল খুদেকে। আর সেই ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একেবারে লাইক-কমেন্টের বন্যা।
মাস খানেক আগেই বাবা হারিয়েছেন রাজ চক্রবর্তী। উপরন্তু শুভশ্রী গর্ভবতী থাকাকালীন করোনাতেও আক্রান্ত হয়েছিলেন পরিচালক। স্বাভাবিকভাবেই পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছে। তবে ছোট্ট ইউভান যেন সব শোক ভুলিয়ে দিয়েছে। আরবানার বাড়িতে এখন এই খুদে সেলিব্রিটিকে নিয়েই মেতে সবাই।
আরও পড়ুন: সাংসদের ভিন্ন রূপ, পাড়ার পুজোয় নিজে হাতে ফুল-বেলপাতা ও স্যানিটাইজার দিলেন মিমি
দেখুন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা সেসব ছবি-