সে কী কথা! বাসনের দোকান খুললেন নাকি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)? ইন্দুবালা ভাতের হোটেল চালানোর পাশাপাশি এবার কি বাসন-কোসনের দোকানও খুলে ফেললেন রাজ-ঘরণী! নায়িকার ছবি দেখে তো শোরগোল।
বাসনের দোকানের ভিতরে ঢুকে রিল শুট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন- “বদল ভাল..।” আর সেই ভিডিও দেখেই হইচই শুরু করেছেন নেটপাড়ার নীতিপুলিশেরা। একটু অন্যরকমভাবে ছবি দিয়েই যেন বিপাকে পড়লেন শুভশ্রী। তাঁকে ঘিরে কাদা ছোঁড়াছুড়ির অন্ত নেই। কুরুচিকর মন্তব্যের বন্যা কমেন্ট সেকশনে।
আসলে টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে এভাবে দেখে কেউই হজম করতে পারেননি। অতঃপর কটাক্ষ করতেও ছা়ড়লেন না। কেউ বলছেন, ‘দিদি ২টো গামলা আর বালতি লাগবে।’ আবার কারও মন্তব্য, ‘একদম মানাচ্ছে না।’ কেউ আবার প্রশ্ন ছুঁড়েছেন, ‘বাসনের দাম কত? বিক্রি ভাল হবে।’ কেউ বা আবার বললেন, ‘আপনি তো দক্ষিণী নায়িকা কাজল আগরওয়ালকে কপি করছেন।’ তবে সেসব সমালোচনায় কর্ণপাতও করেননি শুভশ্রী।
[আরও পড়ুন: টলিউডে বড় বাজি! শ্রাবন্তী ‘দেবী চৌধুরানি’, প্রসেনজিৎ ভবানি পাঠক, রয়েছে ভিকি কৌশল যোগও]
প্রসঙ্গত, বিয়ের আগে ভালই রান্না করতেন। তবে রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার পাতার পর রান্নাবান্নার পাঠ চুকে গিয়েছে। টলিপাড়ার সবথেকে ব্যস্ত নায়িকা তিনি। সন্তান-সংসারের পাশাপাশি দিব্যি সিনেমা-সিরিজের শুটিং, প্রচার সামলাচ্ছেন। এবার সেই নায়িকাকেই কিনা বাসনের দোকানের মধ্যে দেখা গেল। টলিপাড়ার সুপারস্টার নায়িকাকে এহেন অবস্থায় দেখে তোলপাড় নেটপাড়া। সামনেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের মুক্তি। তার আগেই বাসনের দোকানে ঢুকে রিল-ভিডিও শুট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।