Raj-Subhashree: কথা দিয়েছিলেন ভোটে জিতলে সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হবেন। সেই প্রতিশ্রুতি রেখেছেন। ব্যারাকপুরের (Barrackpore) উন্নয়নের কাজ শুরু করেছেন তড়িৎ গতিতে। বিধায়কের এমন ভূমিকায় আপ্লুত এলাকাবাসীও। একের পর এক সাহায্যের আর্জি আসছে। তৃণমূলের তারকা বিধায়ক নিজে হাতে সামলাচ্ছেন সেসব। এককথায় এইমুহূর্তে বেজায় ব্যস্ত রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
অর্জুন-গড় ব্যারাকপুরের ময়দানে দাপিয়ে ব্যাটিংও করছেন। থামছে না সাহায্যের হাত। এই কখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত মহিলার বাড়ি পোঁছে যাচ্ছেন, তো আবার কখনও বা তাঁর পিতৃহৃদয় কেঁদে উঠেছে বিরল হৃদরোগে আক্রান্ত শিশুর উদ্দেশে। শুধু আর্থিক অনুদান দিয়েই ক্ষান্ত থাকছেন না বিধায়ক রাজ। বরং সশরীরে উপস্থিত হচ্ছেন দুঃস্থ-আর্তদের ঠিকানায়। এহেন মানবদরদী বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ ব্যারাকপুরের বাসিন্দারা। রাজকে গর্বিত স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)।
বিধায়ক রাজ চক্রবর্তীর একটি ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখলেন, "আমি গর্বিত স্ত্রী।" গর্বিত হবেন না-ই বা কেন! এই কখনও ইউভানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন, বাড়িতে সময় দিচ্ছেন, আবার আমজনতার সেবার জন্যও ব্যারাকপুরে উপস্থিতি হচ্ছেন রাত-দুপুরে। শুভশ্রীর শেয়ার করা ভিডিওতেই ফুটে উঠল সেই মুহূর্ত।
<আরও পড়ুন: অতিমারী অবসরে গোটা গল্প লিখে ফেললেন প্রসেনজিৎ, তৈরি হচ্ছে সিনেমা>
সেই ভিডিওতে দেখা গেল দলীয় পতাকা উত্তোলন করছেন রাজ চক্রবর্তী ৷ তারপর স্থানীয় এক অসুস্থ বৃদ্ধার সঙ্গে কথা বলছেন ৷ এরপর ওই বৃদ্ধাকে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় চিকিৎসার জন্য ৷ পুরো বিষয়টি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন তৃণমূল বিধায়ক রাজ ৷
দিন কয়েক আগের কথা, ব্যারাকপুরের বাসিন্দা রাজিয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছেন, সেই খবর কানে যেতেই তাঁর পরিবারকে আশ্বস্ত করতে সেখানে পৌঁছে যান রাজ চক্রবর্তী। শুধু তাই নয়, ওই মহিলার চিকিৎসার যাবতীয় দায়ভারও তুলে নিয়েছেন নিজের কাঁধে। বিধায়কের এমন ভূমিকায় আপ্লুত এলাকাবাসী। আর তাই নিয়েই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের গর্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন