/indian-express-bangla/media/media_files/VFCfiOJRP6MDYY1d7jDR.jpg)
Subhashree Ganguly's Son's birthday: ছেলের জন্মদিনে বিরাট আয়োজন শুভশ্রীর...
বছর চারেক পার। ইউভান এখন বড় দাদা। গতকাল মেয়ে ইয়ালীনির ছবি প্রকাশ্যে এনেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেয়ের পাশাপাশি গতকাল যে ইউভানের জন্মদিন উপলক্ষে, আয়োজন করা হয়েছিল, দারুণ এক পার্টির।
গতবছর যখন ছেলের জন্মদিন পালন করেন শুভশ্রী, তখন মেয়ে হয়নি। বরং, ব্যাটম্যান থিমে ছেলের জন্মদিন সেলিব্রেট করেন তিনি। আর, এবার স্পাইডারম্যান। ছেলেকে কোলে নিয়েই হাজির হন শুভশ্রী। পরনে লাল সাদা রঙের পোশাক, ছেলের সঙ্গে মেয়েও ছিল। কিন্তু ইউভানের নজর ছিল অন্যদিকে। কারণ...?
যে কেকটি কাটা হয়, তাতে স্পাইডারম্যান থিম ছিল। এবং তার ওপরে রাখা ছিল একটা ফন্ডেন্ট কুঠার। সেটিকে নেওয়াই যেন তাঁর আসল লক্ষ্য। কেক কাটার পরেই হাত বাড়িয়ে সে ওটা নেওয়ার চেষ্টা করল। তাঁর জন্মদিন বলে কথা, এটুকু না করলে হয়? শুভশ্রী পুত্রর আনন্দ দেখে কে... ছেলের জন্য বার্থডে গান গাইলেন শুভশ্রী। কিন্তু কোলে ইয়ালীনি।
মেয়ের প্রতিক্রিয়া কী?
সে তো একরত্তি। সুন্দর হেয়ারস্টাইলে হাজির হল পুঁচকে। মায়ের কোলে কোলেই সে সবদিক দেখতে ব্যস্ত। কেক কাটায় তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। কিন্তু, এদিক ওদিক দেখতে ব্যস্ত সে। গতকাল তাঁর ছবি প্রকাশ্যে আসতেই দেখা গেল, অফুরান ভালবাসা পেয়েছে সেই একরত্তি। এমনকি, এও জানালেন বেশিরভাগ, একদম ইউভানের মতোই দেখতে।
কিন্তু, গতকাল সন্ধ্যেয় যে সুন্দর আয়োজন করেছিলেন শুভ, সেটাও ছিল দেখার মত। বাচ্চাদের উপস্থিতি তো বটেই, অভিভাবকদের উপস্থিতিও ছিল দেখার মত। অভিনেত্রীর ছেলে, নিজেও গাইতে শুরু করেছিলেন জন্মদিনের বিশেষ গান। ছেলের যে চার বছর বয়স হয়ে গিয়েছে, সেটাই যেন বিশ্বাস হচ্ছিল না অভিনেত্রীর।