Subhashree-Yuvaan Sunday Vibes: বক্স অফিসে সাফল্য পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্যামিলি ড্রামা 'সন্তান'। আইনজীবীর চরিত্রে শুভশ্রীর অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। সিনেমার সাফল্যের মাঝেই ইউভান-ইয়ালিনিকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন রাজশ্রী। সেখান থেকেও ভ্যাকেশন মুডের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন রাজ ঘরণী। হলুদ রঙের 'স্যুইট' স্নানপোশাকে একরত্তি ইয়ালিনির 'কিউটনেস ওভারলোডেড'। ছোট্ট ইউভানের আধো আধো বোলও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। রবিবাসরীয় শীতের সকালে ইউভানকে নিয়ে মেঘমুলুকে পৌঁছে গিয়েছেন শুভশ্রী।
কী ভাবছেন পাহাড়ের কোলে মেঘের মাঝে খেলা করছে ছোট্ট ইউভান? না, নিজের বহুতল ফ্ল্যাটের বারান্দাতেই হাত বাড়িয়ে মেঘ ছুঁতে চাইছে সে। আর ছেলের সেই আবদারের সঙ্গী সুপারমম শুভশ্রী। বারান্দা থেকে হাত নেড়ে মেঘ ছোঁয়ার এক অনাবিল আনন্দ ইউভানের চোখে মুখে। গুড মর্নিং ক্যাপশনে এই মিষ্টি ভিডিওটি শেয়ার করেছেন শুভশ্রী। । যেখানে রয়েছে মা-ছেলের কথোপকথনের এক মিষ্টি মুহূর্ত।
ইউভানকে শুভশ্রী বলছেন,'আমরা আকাশের ভিতর চলে এসেছি'। সঙ্গে সঙ্গে ছোট্ট ইউভান বলে ওঠে 'উপরে চলে এসেছি'। শুভশ্রী লক্ষ্মীসোনাকে বুঝিয়ে বলেন, 'মেঘগুলো আমাদের কাছে নেমে এসেছে'। এরপরই ইউভানের সঙ্গে বারান্দার থেকে হাত বাড়িয়ে মেঘ ধরার আনন্দে মাতলেন সেলেব মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেঘগুলো নাকি দেখতে একেবারে কটন ক্যান্ডির মতো!
তাই তো মায়ের কোলে উঠে ইউভানের বায়না, এখনই তাকে কটন ক্যান্ডি অর্ডার করে এনে দিতে হবে। এক ছুটির দিনে এমন শীতের সকাল কে না চায়! যাকে বলে 'পারফেক্ট উইন্টার'। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে ছোট্ট সোনাদের সঙ্গে সময় কাটানার নানা মুহূর্ত প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন শুভশ্রী। নতুন বছরের শুরুতেও মা-ছেলের এক মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকল সকলে।
ছুটি কাটাতে গিয়ে ধবধবে সাদা পোশাকে রাজ-শুভশ্রীর টুইনিংয়ের ছবি শেয়ার করেন পরিচালক। স্ত্রীর হাতে হাত রেখে যেন একে অপরের ভালবাসায় হারিয়ে গিয়েছেন। মাখমাখ প্রেমের মুহূর্তের ছবি ভাগ করে লাল হৃদয়ের ইমোজি দিয়ে রাজ লেখেন, 'আমি সব করতে পারি, তোমার জন্য সব করব।' রাজের পোস্টে পালটা শুভশ্রী জবাব, 'আমার পুরো হৃদয় জুড়েই তো শুধু তুমি।'