Subhashree Daughter: বয়স মাত্র এক বছর, ফটোশুটে মায়ের মতোই সাবলীল রাজ-শুভশ্রীর ইয়ালিনী? দেখুন একরত্তির কামাল

Yaalini Photoshoot: এক বছর পার হতেই মেয়েকে ক্যামেরার সামনে সাবলীল করে তোলার চেষ্টা করছেন শুভশ্রী। একরত্তি ইয়ালিনীর ফটোশুটের ভিডিও শেয়ার করলেন তারকা মম।

author-image
Kasturi Kundu
New Update
subhashree ganguly daughter yaalini

ফটোশুটে মায়ের মতোই সাবলীল রাজ-শুভশ্রীর ইয়ালিনী?

Yaalini Photoshoot Video:মা যখন 'লেডি সুপারস্টার', বাবা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক তখন ছোট থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার গুটি গুটি পায়ে এন্ট্রি। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের রাজকন্যা ইয়ালিনী তার উজ্জ্বল দৃষ্টান্ত। এক বছর পার হতেই যেন ক্যামেরার সামনে মেয়েকে সাবলীল করে তোলার প্রয়াস শুভশ্রীর। কখনও মায়ের সঙ্গে ফটোশুট তো কখনও আবার একাই ফটোগ্রাফারের নির্দেশ শুনে পোজ দেওয়ার চেষ্টা! তারকা মম শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইয়ালিনীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। জিন্ম-টিশার্টের সঙ্গে পায়ে মোজা আর মথায় বাহারি ক্লিপের মেলা। লাইট পড়তেই যেন গোল গোল চোখ করে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কী?

Advertisment

গোলুমুলু ইয়ালিনিকে ক্যামেরার সামনে পেয়ে কিন্তু বেশ খুশি ফটোগ্রাফার। একরত্তি এই মেয়ে তো যেন সব ইশারাই বুঝে ফেলছে! রাজশ্রীর ছোট্ট সোনাকে উৎসাহ দিতে ক্যামেরাম্যানের মুখে অনেকবারই বলতে শোনা গেল 'লাভলি'। কয়েক সেকেণ্ডের ক্লিপিংয়ে ইয়ালিনীর কিউটনেস ওভারলোডেড। ছোট্ট ছোট্ট পায়ে কখনও এগিয়ে আসছে তো কখনও আবার অবাক হয়ে দেখছে চারপাশের কত আলো ঝলমল করছে। 'মাই ডিভা' ক্যাপশনে ভিডিও পোস্ট করতেই ইয়ালিনীকে আদরে-ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা। স্টার কিডের কিন্তু, এখন থেকেই একটা বিরাট ফ্যানবেস তৈরি হয়েছে। 

Advertisment

সম্প্রতি মা-মেয়ের ফটোশুটে মাত দিয়েছেন ছোট্ট ইয়ালিনী। সাদা রঙের ফ্রক, হালকা কোঁকড়ানো চুলে লাগানো হেয়ার ক্লিপে যেন একটা ছোট্ট নলেন গুড়ের রসগোল্লা রাজশ্রীর কন্যা। ইয়ালিনী যেন এইরকমই ছোট্ট থাকে, মনের কথা শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'ডার্লিং তুমি কখনও বড় হয়ে যেও না।' তারকা মম শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির আরও একটি মিষ্টি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

যেখানে ইউভানের জন্য সে অপেক্ষা করছে। বাবার কোলে উঠে জানলার দিকে তাকিয়ে ফোকলা দাঁতে আধোআধো উচ্চারণে দাদাকে ডাকছে। যা শুনলে সত্যিই মন ভাল হয়ে যায়। রাজ তাঁর রাজকন্যাকে দেখাচ্ছেন কোনদিকে ইউভানের স্কুল। কোন রাস্তা দিয়ে সে আসছে। আর তখনই 'দাদা দাদা' করে ডাক লিটল প্রিন্সেস ইয়ালিনীর। বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করেছিলেন শুভশ্রী। 

Bengali Cinema Bengali Actress Bengali Television Bengali Film Subhashree Ganguly Bengali News Raj Chakrabarty Bengali Film Industry