Raj-Subhashree Daughter Yaalini: 'দাদা দাদা তোমার জন্য...', ফোকলা দাঁতে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনির মিষ্টি ডাক ভাইরাল

Yaalini Viral Video: ফোকলা দাঁতে বাবার কোলে উঠে দাদা দাদা বলে ডাক ইয়ালিনির। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন তারকা মম শুভশ্রী।

author-image
Kasturi Kundu
New Update
yaalini-raj

ফোকলা দাঁতে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনির মিষ্টি ডাক

Yaalini Latest Video: কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পান পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান রাজ চক্রবর্তী। নিজেকে বরাবরই 'ফ্যামিলি ম্যান' বলেই সম্বোধন করেন পরিচালক। রাজ ঘরণী শুভশ্রী সঙ্গে জুড়ে দেন আরও একটি শব্দ 'পারফেক্ট'। অর্থাৎ টলি  পরিচালক রাজ চক্রবর্তী পারফেক্ট ফ্যামিলি ম্যান। স্ত্রী, মা, ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাতে যে ভালবাসেন সে কথা 'সন্তান'-র প্রচারের সময় বারবার বলেছেন রাজ চক্রবর্তী।

Advertisment

রাজশ্রীর লিটল প্রিন্সেস ইয়ালিনি-কে নিয়ে ভক্তদের মধ্যে একটা বাড়তি উৎসাহ থাকে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা, তার আধোআধো বুলি শুনতে ভালবাসে রাজশ্রীর অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইয়ালিনির ছবি-ভিডিও পোস্ট করলেই একেবারে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। 

Advertisment

মঙ্গলবার দুপুরে তারকা মম শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির একটা মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইউভানের জন্য সে অপেক্ষা করছে। বাবার কোলে উঠে জানলার দিকে তাকিয়ে ফোকলা দাঁতে মিষ্টি করে দাদাকে ডাকছে। যা শুনলে সত্যিই মন ভাল হয়ে যায়। ড্যাডি কুল রাজ তাঁর রাজকন্যাকে দেখাচ্ছেন কোনদিকে দাদা ইউভানের স্কুল। কোন রাস্তা দিয়ে সে আসছে।

আর তখনই 'দাদা দাদা' করে ডাক লিটল প্রিন্সেস ইয়ালিনির। রঙিন ক্লিপ দিয়ে ঝুটি বেঁধে লক্ষ্মীছানার কিউটনেস ওভারলোডেড। বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'দাদা দাদা আমি তোমার জন্য অপেক্ষা করছি' এই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করেছেন সুপারমম। সংগীতশিল্পী ইমন চক্রবর্তী কমেন্ট বক্সে রেড আই ইমোজি দিয়ে লিখেছেন, 'ওলে...'। 

গত ৩০ নভেম্বর ইয়ালিনির প্রথম জন্মদিন পালন করেছেন রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির জনপ্রিয়তা কোনও তারকার থেকে কিন্তু, কোনও অংশে কম নয়! সম্প্রতি মা-মেয়ের ফটোশুটে মাত দিয়েছেন ছোট্ট ইয়ালিনি।

মেয়েকে নিয়ে শুভশ্রী বেশ কয়েকটি ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সাদা রঙের ফ্রক, হালকা কোঁকড়ানো চুলে লাগানো হেয়ার ক্লিপে যেন একটা ছোট্ট নলেন গুড়ের রসগোল্লা রাজশ্রীর কন্যা। ইয়ালিনি যেন ছোট্টই থাকে, মনের কথা শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'ডার্লিং তুমি কখনও বড় হয়ে যেও না।'

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Subhashree Ganguly Raj Chakraborty Bengali Film Industry Raj-Subhashree