Advertisment
Presenting Partner
Desktop GIF

'ইংরেজি বলতেই হবে…?' ভুল উচ্চারণে শুভশ্রীকে নিয়ে হাসির রোল নেটপাড়ায়

অভিনেত্রীকে নিয়ে হাসিঠাট্টা নেটদুনিয়ায়

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly, troll

আবারও ট্রোল শুভশ্রী

ইংরেজি উচ্চারনে ভুল? কেনই বা যেচে পরে ইংরেজি বলছেন…অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly ) নিয়ে হাসির রোল নেটপাড়ায়। কী এমন বলে ফেললেন তিনি?

Advertisment

হকি ওয়ার্ল্ড কাপ নিয়ে পোস্ট করতেই বেজায় ট্রোল অভিনেত্রী। আজ থেকেই শুরু হচ্ছে পুরুষ হকি বিশ্বকাপ। এবছরের আয়োজক দেশ ভারত। তাই উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই উত্তেজনার মাঝেই এক বিরাট ভুল করলেন শুভশ্রী। 'হকি ওয়ার্ল্ড কাপ' প্রসঙ্গে শুভেচ্ছা জানাতে গিয়েই ইংরেজিতে গণ্ডগোল পাকিয়ে ফেললেন তিনি।

আরও পড়ুন < সৃজিতের ‘পদাতিকে’ আবারও সত্যজিতের ভুমিকায় জিতু? জবাবে পর্দার ‘মানিক’ যা বললেন… >

ওয়ার্ল্ড কাপের জায়গায় 'ওয়ার্ল্ডস কাপস' বলতেই বেজায় ট্রোল শুভশ্রী। উচ্চারনে এহেন ভুল দেখেই হেসে খুন অনেকে। ইংরেজি বলতেই হবে? শুভশ্রীকে ইংরেজির পাঠ পরালেন নেটপাড়ার নীতিপুলিশরা। বললেন, কি দরকার ইংরেজি বলার? ভুলভাল বলতে হলে? আবার কেউ বললেন, ওয়ার্ল্ডস কাপ টা কি আবার? ভগবান, ইংরেজি বলতে না পারলে কেন বলেন? আবার কেউ কেউ এমনও বাতলে দিলেন, বাংলায় বলুন। লজ্জা পাওয়ার দরকার নেই।

শুধু যে, শুভশ্রীর ইংরেজি নিয়ে হাসিঠাট্টা করেছেন এমন নয়। বরং তাঁর ঠোঁট নিয়েও শোরগোল কম নেই। কেউ বলেন, এটা কি ধরনের সার্জারি, আবার কেউ বললেন, আপানদের সাজার কোনও শ্রী নেই। তবে, এই প্রথম নয়। এর আগেও নিজের ইংরেজির কারণে ট্রোল হয়েছিলেন তিনি। মাঝেমধ্যেই ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়েও নানান হাসির খোরাক হয় তাঁকে নিয়ে।

সামনেই অনেকে ছবির রিলিক। ইন্দুবালা ভাতের হোটেল থেকে ডক্টর বক্সী সিনেঝুলিতে রয়েছে অনেক ছবিই। এদিকে, রাজ ব্যাস্ত প্রলয় আসছে নিয়ে। সেখানেও সহ-প্রযোজকের ভুমিকায় থাকছেন শুভশ্রী।

tollywood Subhashree Ganguly Entertainment News
Advertisment